ল্যাপটপ বা ডেস্কটপ এর কিছু কিছু প্রয়োজনীয় সফটওয়্যার আছে যেগুলো লিংক বের করে, সেগুলো ডাউনলোড করা অনেকটা কষ্টদায়ক হয়ে পড়ে। আজকের এই ব্লগে আমি আটটি ডেস্কটপ ও ল্যাপটপ এর প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে ধারণা দিব এবং তাদের সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিব। যার ফলে এ সকল সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আপনারা উপকৃত হতে পারবেন।
১)YTD Video Downloader
(Windows, MacOS, Android, iOS)
কম্পিউটার একটি ভিডিও ডাউনলোডার (Video Downloader) সফটওয়্যার থাকবে না এটা কিভাবে সম্ভব? তাইতো নিয়ে এসেছি এমন একটি সফ্টওয়্যার ও এর ডাউনলোড লিংক যেটি ফ্রি ভিডিও ডাউনলোডার এর মধ্যে সর্বোৎকৃষ্ট!এর একটি লিমিটেড ফ্রী ভার্সন আছে। এটির নিজস্ব প্রেমিয়াম ভার্শনও আছে। তবে যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান, তাহলে কোন সমস্যা নেই কেননা এটি নিজস্ব ফ্রি ভার্সন ব্যবহার করা যায়।এখানে আপনি 4K ভিডিও পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। ইউটিউব থেকে শুরু করে সকল সাইটের যে কোন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে। এ সফটওয়্যার এর ডাউনলোড স্পিড খুবই দ্রুত! যদি আপনি নেন প্রেমিয়াম ভার্শন তাহলে শুধুমাত্র এক স্টেপে যে কোন URL এর ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন খুবই দ্রুতগামী স্পিডে।ডাউনলোড করতে পারবেন Facebook, YouTube, Vimeo, URL videos ইত্যাদি।
Quality:MP4(4K),MP3,AVI,MOV,3গপ
Download Link: https://www.ytddownloader.com/
২)Abode Illustrator:
একজন প্রফেশনাল এডিটর যদি হন তবে এভোড ইলাস্ট্রেটর সফটওয়্যার টি আপনার কম্পিউটারে থাকবে না তা কেমনে সম্ভব? ইলাস্ট্রেটর একটি প্রফেশনাল ডিজাইন এবং ড্রয়িং সফটওয়্যার অথবা প্রোগ্রাম। যেকোনো লোগো ডিজাইন অথবা ডিজাইন করার ক্ষেত্রে ইলাস্ট্রেটর সবার আগে। এখানে ডিজাইন এলিমেন্টস থেকে শুরু করে বিশেষ বিশেষ টুল আছে যেগুলো ব্যবহারে আপনি যেকোন ধরনের সিম্বল, পোস্টার, লোগো, আইকন ইত্যাদি তৈরী করতে পারবেন। কাজেই এই সফটওয়্যারটির ব্যবহার আপনারা করতে পারে। এর ব্যবহার কত উচ্চপর্যায়ের থাকতে পারে তা সম্পর্কে আপনাদের ধারণা ও নেই।
Download: https://www.adobe.com/download
/products/illustrator
৩)Cloud Storage: Google Drive:
যদি আপনি আপনার কম্পিউটারে যেকোনো ধরনের ক্লাউড অ্যাপ রাখতে চান তাহলে গুগোল ড্রাইভ হলো সর্বোতকৃষ্ট! এটি আপনাকে 15 জিবি ফ্রি Space অফার করবে। যেখানে আপনি গুগল ফটো, জিমেইল একাউন্টের সকল ভিডিও অথবা ডাটা সংগ্রহ করে রাখতে পারবেন। গুগোল ড্রাইভ এমন একটি অ্যাপ যা বর্তমান ইন্টারনেটে মেজর প্লাটফর্ম হিসেবে কাজ করে। আপনি আপনার দরকারি ফাইল যেকোনো সময় গুগল ড্রাইভ থেকে নিতে পারবেন। আবার গুগল ড্রাইভে জমা রাখতে পারবেন।বর্তমান উইন্ডোজ সফটওয়্যারে এই অ্যাপটি ব্যাকআপ(Backup) এবং Synce ক্ষেত্রে ব্যবহৃত হয়। গুগল ড্রাউভ ব্যবহারে যেকোনো ধরনের মুভি ইন্টারনেট থেকে ডাউনলোড করা পানির মতো সোজা আর চোখের পলকে সম্ভব।
Download link(free):
https://www.google.com/drive/download/
৪) Security: Malwarebytes Anti-Malware
এটি একটি উইন্ডোজ ডিফেন্ডার। মানে আপনার উইন্ডোজ এবং কম্পিউটারকে সুরক্ষিত রাখতে যে কোন ধরনের ম্যালিসিয়াস সফটওয়্যার থেকে সুরক্ষা দেয়। এটি পর্যাপ্ত এন্টিভাইরাস সফটওয়্যার! যেটি আপনার ফোনে ইনস্টল সকল ধরনের অ্যাপ পর্যালোচনায় রাখবে এবং সিকিউরিটি প্রদান করবে। এখন যদি এন্টিভাইরাস সফটওয়্যার এর কথা বলেন তাহলে একে বাদ দিতে পারবেন না।এর ফ্রি ভার্সন আছে, যেটি আপনার অপারেটিং সিস্টেমের সকল সফটওয়্যার স্ক্যান করে যেকোনো ম্যালওয়্যার দূর করে দিতে সহায়তা করবে। এটি একটি শক্তিশালী সিকিউরিটি Solution।
Download: Malwarebytes (Free, subscription available):
https://www.malwarebytes.com/
৫)ইন্টারনেট ব্রাউজারঃ গুগল ক্রোম(Google Crome):
বর্তমানে বেশিরভাগ ল্যাপটপ এবং ডেক্সটপ এ গুগল ক্রোম ইন্সটল দেয়া থাকে। তবুও যদি এ সফটওয়্যারটি আপনার ডেক্সটপ বা ল্যাপটপে ইন্সটল না থাকে তাহলে শীগ্রই ইন্সটল করে নিতে পারেন। সাধারণত গুগল ক্রোম এভেইলেবল ব্রাউজারদের মধ্যে সবচেয়ে ভালো ব্রাউজার। এটি এখনো সুপার স্পিডে কাজ করে। এবং যেকোনো ধরনের ওয়েবসাইট ইমেজ অথবা ব্রাউজ করার ক্ষেত্রে এটি সবার আগে।তারপরও কিছু কিছু মানুষ গুগল ক্রোম ব্রাউজার কে উপেক্ষা করে, অন্যান্য ব্রাউজার ইউজ করতে চায়। এর কারণ বোধ হয় এটি বেশি মোবাইল র্যাম ব্যবহার করে। তবে যদি আপনি অন্যান্য ব্রাউজার আপনার কম্পিউটারে ইনস্টল করাতে চান তাহলে ফায়ারফক্স(FireFox) এবং অপেরা (Opera) ব্রাউজার ইনস্টল করে রাখতে পারেন। এখন কিভাবে ইন্সটল করবেন এবং কোন লিংকে ইন্সটল করবেন তা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই! আমি সরাসরি লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনি ইন্সটল করে রাখতে পারবেন।
Download: Google Chrome(free): https://www.google.com/chrome/
Download: Firefox (Free): https://www.mozilla.org/en-US/firefox/new/
Download: Opera (Free): https://www.opera.com/
৬) Music Streaming: Spotify
কিছুকাল আগে কম্পিউটারে মিউজিক শোনার জন্য আমাদেরকে mp3 একটি বড় কালেকশন রাখতে হতো। এবং নানা ঝামেলা পোহাতে হতো। বর্তমান মিউজিক স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে যে কোনো ব্যক্তিগত অ্যালবাম থেকে শুরু করে যে কোনো মিউজিসিয়ান Song আপনি কম্পিউটারে শুনতে পারবেন ফ্রীতে! এর জন্য কোন MP3 কালেকশন রাখতে হবে না।
এছাড়া অনেক মিউজিক স্ট্রিমিং সার্ভিস বর্তমান ইন্টারনেট মার্কেটে আছে। কিছু কিছু এড সাপোর্টেড ফ্রী মিউজিক স্ট্রিমিং সফটওয়্যার আছে যদি আপনি মিউজিক লাভার হন তাহলে তো আপনার একটি মিউজিক স্ট্রিমিং সফটওয়্যার রাখাই উচিত। এছাড়া Google Music,Microsoft Music এর মত আরো মিউজিক স্ট্রিমিং সফটওয়্যার রয়েছে। তবে এরমধ্যে আমি একটি ভালো সফটওয়্যার সাজেস্ট করতে পারি এবং এর ডাউনলোড লিঙ্ক আমি নিচে রেখে দিয়েছি।
Download links:
Spotify(Free):https://www.spotify.com/
Apple Music: https://www.apple.com/music/
Google Play Music:
https://play.google.com/music/listen
৭) Office Suite: LibreOffice
যদি আপনি প্রফেশনাল কাজ অথবা অফিসিয়াল কাজ করেন তাও আবার আপনার কম্পিউটারে তাহলে তো অফিস সুইট(Office Suite) এর মত সফটওয়্যার আপনার রাখাই উচিত। এটি আপনাকে সুযোগ দিবে যে কোন ধরনের ডকুমেন্ট, স্প্রেডশিট, পাওয়ারপয়েন্ট এবং প্রেজেন্টেশন এর মত সকল কাজ সফলতার সাথে সম্পন্ন করার জন্য। আপনারা চাইলে Libre Office এর মত সফটওয়্যার ইউজ করতে পারেন। এটি সম্পূর্ন ফ্রি এবং একটি শক্তিশালী অফিস সুইট। মাইক্রোসফট ওয়ার্ড এর মত এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত রাখে। আপনি কিছু ক্ষেত্রে শুধু ডিফারেন্ট উপভোগ করতে পারবেন। মাইক্রোসফট অফিস থেকে বিশেষ ভালো এটি। যদি আপনারা Libre Office ডাউনলোড করতে চান তাহলে Free office সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
Download Links:
1.LibreOffice: https://www.libreoffice.org/download/download/
2.FreeOffice: https://www.freeoffice.com/en/
৮) Image Editor: Paint.NET
ইমেজ এডিটিং ছাড়া কি থাকা যায়? বর্তমান ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের যুগে যদি ইমেজ এডিট না করেই থাকেন তাহলে কেম্নে কি? এখন আপনি কম্পিউটারে বসে ইমেজ এডিটিং এর মত সুবিধা কোথাও পাবেন না! আর তার সাথে যদি একটি প্রফেসনাল সফটওয়্যার থাকা যায় তাহলে তো কোন কথাই নেই! একটি ইমেজ এডিটর সফটওয়্যার সাজেস্ট করতে পারি না, এটা কিভাবে সম্ভব? যদি হোন উইনডোজ ইউজার অথবা ম্যাক ইউজার তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। তারপাশে পুরাতন থেকে শুরু করে নতুন সকল ধরনের ইমেজ এডিট এর টুল এখানে বিদ্যমান। কাজেই এটি ব্যবহার করে একটি নষ্ট হওয়া ছবিকে পুনরুদ্ধার স্বর্ণের মতো চকচকে করতে একটুও সময় লাগবে না।
ইমেজ এডিটর সফটওয়্যার এর কথা মাথায় আসলে আমাদের সবচেয়ে বড় চয়েজ Paint.NET। মাইক্রোসফট পেইন্ট থেকে অনেক বেশি শক্তিশালী একটি সফ্টওয়্যার। এবং এটি আপনাকে কনফিউজড করা অসংখ্য টুল এর মতো বেদনাদায়ক পরিস্থিতি এনে দিবে না!এখানে আপনি খুব সহজভাবে যেকোনো একটি ইমেজ ব্লুর করতে পারবেন, অটো লেভেল এর মাধ্যমে যেকোনো একটি ছবিকে খুব সুন্দর করে এডিট করতে পারবেন। যেকোনো একটি ইমেজকে তার যথোপযুক্ত শেইপে এনে দিতে শুধু কয়েকটি ক্লিক দরকার পড়বে।
যদি এই অ্যাপটি আপনাদের পছন্দ না আসে তাহলে GIMP আপনাদের জন্য অ্যাডভান্সড সলিউশন হবে।If you find Paint.NET too basic, GIMP is a more advanced solution.
Download: Paint.NET (Free):
https://www.getpaint.net/download.html.html
Keyword: pc softwere,google dribe,abode illustrator download link,8 most important softwere of computer bangla,computer softwere bangla