অদৃশ্য বিস্মিতি
আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত অভিজ্ঞতা (পর্ব ০১)
______________________________
আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ইউনিক এক্সপেরিয়্যান্স শেয়ার করবো।
🍂
১৩ জানুয়ারি,২০২০, রাত্রি প্রায় ১২:১১ মিনিট। সময়টা শীতকাল বাহিরে প্রচন্ড ঠান্ডা বাতাস শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমি একটু আগেই ট্যাপের ঠান্ডা পানি🚰💧💦 দিয়ে ওযু করে এসেছি এবং এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।😴 আমার প্রত্যাহিক জীবনে ঘুম আসার পুর্বের একটি অভ্যাস হলো, আমি ঘুম আসার পূর্বে আমার এন্ড্রয়েড ফোনে📲 মিউজিক প্লেয়ারে🎶 ‘আরবি এবং বাংলা তরজমাসহ আল কুরআন’ প্লেলিস্ট এর মধ্যে থেকে আমার একটি প্রিয় সুরা, ‘সুরা আর রহমান’ প্লে করে রিপিট অপশন অন করে রাখি যেন তা বার বার প্লে হয় এবং ফোনটি মাথার পাশে সেল্ফের ওপর চার্জ এ দিয়ে🔌 সুরাটি শুনতে শুনতে চলে যাই ঘুমের দেশে।😴😴
🌾
কিন্তু আজ আমার ‘সুরা আল কাহাফ’🎵 প্লে করে রাখার খুব ইচ্ছা হলো। কারণ, আমি একটি হাদিস এ পড়েছিলাম, “যে ব্যাক্তি ‘সুরা আল কাহাফের প্রথম দশ আয়াত ও শেষ দশ আয়াত মুখস্থ করে রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। 😇এছাড়া, ‘সুরা আল কাহাফে’ অনেকগুলো অদ্ভুত সব👻 ‘প্যারানরমাল’💀, অলৌকিক ও শিক্ষনীয় গল্প আছে। যেমনঃ ‘আসহাবে কাহাফ’ বা গুহাবাসী ও রকিমওয়ালা লোকদের গল্প, একটি অহংকারী ব্যক্তির গল্প, এক বিজ্ঞ ব্যাক্তি ও নবীর ধৈয্য ধারণের গল্প, জুলকারনাইনের গল্প, ইয়াজুজ মাজুজের গল্প ইত্যাদি। এর আগে একবার সুরা আল কাহাফ প্লে করার সময়ে আমার সাথে জীন বিষয়ক একটি প্যারানরমাল ঘটনা ঘটেছিলো, তবুও আমার ইচ্ছা হলো এই সুরাই প্লে করতে।🎶🎼
🍂
চারপাশে সম্পুর্ণ নিঝুম একটি সময়কাল বিরাজমান😈। আমি ঘুম থেকে উঠে তাহাজ্জত নামাজ পড়ার নিয়ত করে আমার টেবিল ঘড়িতে ৪:৪৫এ এলার্ম সেট করে রাখলাম(ফজরের নামাজ ৬:১০am) এবং সুরা আল কাহাফ প্লে করলাম ও শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম😌😴। পরিবেশটা যেন এক অশ্বরীরি, মানবশুন্য, চারপাশ সম্পুর্ণ নিশ্চুপ। 💀😲কোথাও কোনো মানুষের শব্দ নেই। গা ছম ছম অবস্থা। এই সময় জীন ও অসরীরিদের বাহিরে বের হবার যেন মক্ষম সময়।💀 এই পরিবেশে মনের মাঝে এমন সব ভয়ংকর অবয়বের প্রতিচ্ছবি যা এর আগে কোথাও কখনোও দেখা হয়নি, এমনকি কোনো হরর মুভিতেও না,যা চিন্তাধারার বাহিরে, এসব চিন্তাধারার স্রোত প্রবাহিত হওয়া সকলের কাছে যেন স্বাভাবিক অভিজ্ঞতা।👺👹💀😱👻💀🙈 আবয়বটির প্রতিচ্ছবি মনের মাঝে প্রবাহিত হওয়া মাত্র এমন এক ‘ভয়ানক’😨 ভীতির সঞ্চারণ হওয়া বাঞ্চনীয়, যা অব্যাক্ত সুপ্ত মনের অতল গভিরে থাকে চিরনিদ্রায়।
😴
মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ আসছিলো।🐕 তারা যেন মনেহচ্ছিলো, জীন বা কোনো আশরীরি কিছু দেখতে পেয়েছে 👺👹💀👿👻তাই এমন করছে। এসবের মাঝে তিলাওয়াত শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি।😴
💭💭💭💭
আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের এক পর্যায়ে এসে দেখলাম, [“আমি এবং আমার পাশে কয়েকজন ব্যক্তি👬👤👬 (যাদের আমি চিনতে পারছিলাম না) আমার গ্রামের বাড়ির এক পুকুরের ⛲পাশ দিয়ে হাটছিলাম আর কোনো একটি বিষয় নিয়ে গল্প করছিলাম।
হঠাৎ! 📲আমার মোবাইলে একটি কল আসলো, 📞আমি কল রিসিভ করলাম এবং লোকটি কি বলছিল আমি তার কথা স্পষ্ট বুঝতে পারছিলাম না। তারপর আমার পাশে যারা ছিলো তাদের চুপ করতে বলে আমি ফোনে কান পেতে আবার শুনতে লাগলাম।📲👂
📢
লোকটি বলছিলেনঃ “ইয়াজুজ ও মাজুজ এইটা কি? আমি বিষয়টি বুঝতে পারলাম না।?”
🔊
আমি উত্তর দিলামঃ “ইয়াজুজ ও মাজুজ হলো দুইটি জাতি।”]
😴
তারপর হঠাৎ! আমার চোখ দুটো👀 খুলে যায় অর্থাৎ আমি ঘুম থেকে জেগে গিয়েছি।👀