অনলাইন শপিং দারাজ এপ্পস রিভিউ।

আশা করি সবাই ভালো আছেন।আধুনি বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে সবাই ঘরে বসেই শপিং এর জন্য অনলাইন থেকে বিভিন্ন পন্য কিনতে পারে।এবং তা বাড়িতে বসেই গ্রহণ করতে পারে।তেমন আমাদের বাংলাদেশেও অনলাইন শপিং করার জন্য অনেক আগে থেকেই একটা এপ্পস অনেক জনপ্রিয়।আমি দারাজ এপ্পস এর কথা বলতাছি।আজকে দারাজ এপ্পস এর ভালো এবং খারাপ এই দুটি দিক নিয়ে আলোচনা করবো।তাই চলুন এপ্পসটার ভালো দিকও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক।

দারাজ এপ্পস এর ভালো দিকে গুলোর মধ্যে রয়েছেঃ

১.এটি বাংলাদেশের সবথেকে বড় অনলাইন শপিং মার্কেটপ্লেস।

২.এটাতে কমদামে অনেক ভালো পন্য কিনা যায়।

৩.দারাজের মাধ্যমে কোনো পন্য কিনলে তা তারা হোম ডেলিভারিও দিয়ে থাকে সারাদেশে।

৪.এই এপ্পসে অনেক সময় প্রচুর ডিস্কাউন দিয়ে থাকে।

৫.এই এপ্পস আপনার প্রয়োজনিয় সব পন্য পেয়ে যাবেন।

এইবার দারাজ এপ্পসের খারাপ দিকগুলো সম্পকে জানা যাকঃ

১.যেহেতু এটা অনলাইন শপিং তাই আপনি যখন কোনো পন্য কিনবেন তা ভালোও হতে পারে আবার আপনার আশানুরূপ নাও হতে পারে।

২.এটা যদিও হোম ডেলিভারি দিয়ে থাকে তারপরও সেই হোম ডেলিভারির জন্য বেশি চার্জ করে।যেমন ৬০ টাকার বিনিময়ে আপনার বাসায় পন্য দিয়ে যাবে।

৩.এটাতে অডার করার পর ৬ দিন সময় লাগতে পারে আপনার পন্যটা পাওয়ার জন্য।

ভালোও খারাপ দুইটি দিকই আছে তবে এর ভালো দিক বিবেচনা করে বলা যায় অবশ্যই এপ্পসটি ডাউনলোড করে ব্যবহার করবেন।

এই এপ্পসটি ডাউনলোড করার জন্য প্লে-স্টোরে গিয়ে ইংরেজিতে দারাজ লিখে সার্চ করুন তারপর এপ্পসটা পেয়ে যাবেন।ইতিমধ্যে ১ কোটিবার ডাউনলোড হয়েছে এই এপ্সটি।আর বর্তমানে করোনা ভাইরাসের কারনে এই এপ্সটির হোম ডেলিভারি বন্ধ রয়েছে।তাই কিছুদিন পর থেকে সব আবার আগের মতই হয়ে যাবে।

তাই সবশেষে আপনাদের উদ্দেশ্য একটা কথায় বলবো,

ঘরে থাকবে, ভালো থাকবেন।

 

Related Posts

9 Comments

মন্তব্য করুন