অনুভূতি হলো ভালোবাসার শুদ্ধতম অংশ

-একটা মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না…তার বদলে যাওয়ার পিছনে থাকে কিছু আপন মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা..

~একটি মানুষের অনুভূতি কখন মারা যায় যানেন???

~যখন সেই মানুষটার অনুভূতির মূল্যায়ন কেউ করে না..তার চাওয়া পাওয়া গুলোকে কেউ মূল্য দেয় না.. প্রতিবারই অবহেলা পেয়ে ফিরে আসতে হয়..

~ঠিক তখনই একটু একটু করে তার মন থেকে অনুভূতি গুলো মরতে শুরু করে…

~হুট করে কেউ কখনো বদলে যায় না..বদলে যেতে পারে না..

~একটু একটু করে কষ্ট যখন হৃদয়ে জমা হয়..অবহেলার পাল্লাটা যখন আস্তে আস্তে ভারী হতে থাকে…ঠিক তখনই মানুষটা ও বদলাতে শুরু করে..

~সময়টা তার চোখে আঙ্গুল দিয়ে বলে..আর কতো এভাবে সহ্য করবি..???এবার বদলে যা পাল্টা জবাব দে..ঠিক তখনই চেনা মুখটা অচেনা হতে হতে একদিন ঠিকই অচেনা হয়ে যায়..

~পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে..কিন্তু অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না…প্রিয় মানুষটাকে হয়তো ঘৃনা করা যায় কিন্তু তার প্রতি যে ভালেবাসা আছে..সেই ভালোবাসাকে কখনো ঘৃনা করা যায় না..

~মানুষ হয়তো ভুল হতে পারে মিথ্যা হতে পারে খারাপ হতে পারে..কিন্ত ভালেবাসা কখনো মিথ্যা হতে পারে না…

~তোমাকে..কেমন আছো? প্রশ্ন করা হয়তো তোমার কাছে স্বাভাবিক মনে হতে পারে..কিন্তু একটু খোজ নিয়ে দেখো সামান্য এই ছোট প্রশ্নটার মধ্যে মানুষটা সপে দিয়েছে তার শত নিষ্পাপ অনুভূতি..শুধু মাএ একটি উত্তরের অপেক্ষায়…

~অনুভূতি শব্দটা হয়তো অনেক ছোট…কিন্তু তার মাঝে লুকিয়ে থাকে না বলা অনেক কথা অনেক ভালোবাসা…

~অনুভূতি হলো অনেকটা প্রজাপ্রতির মতো…প্রজাপ্রতি যেমন সব ফুলে বসে না..ঠিক তেমনই অনুভূতি ও সবার উপর আসে না…

~চার অক্ষরের অনুভূতি শব্দটা খুবই মূল্যবান..এই অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না..যে অনুভূতির মূল্য দিতে পারে না সেই সবচেয়ে বড় দূর্ভাগা..সব ফুলে মৌমাছি বসে না..যে ফুলে মৌমাছি বসে না সে ফুলে সুগন্ধ হয় না..সেই ফুল বড়ই দুঃখী..

~ভালোবাসার একটা শুদ্ধতম অংশই হলো অনুভূতি..যে ভালোবাসায় অনুভূতি নেই,মায়া নেই, বিশ্বাস নেই..
সেটা কখনো ভালোবাসা হতে পারে না…

~একটা মানুষ তখনই নিজেকে খুব অসহায় মনে করে..যখন তার চাওয়া পাওয়া কেউ মূল্য দেয় না..তার অনুভূতির গুলোর মূল্য কেউ দেয় না..ঠিক তখনই আস্তে আস্তে তার ভিতরের ইচ্ছা গুলো মরে যেতে শুরু করে..
আর একটা সময় সে নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে নেয়…

Related Posts

8 Comments

মন্তব্য করুন