অবশেষে বাজারে পা রাখলো স্ন্যাপড্রাগন Vivo- 5g আকর্ষনীয় স্মার্টফোন, জেনে নিন ফিচারগুলি!

গত কয়েকদিন আগে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির হাতে একটি স্মার্টফোন দেখা গিয়েছিল। স্মার্টফোনটি দর্শক ‌থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সবার নজরে পড়ে। সব ভারতীয়দের মধ্যে জল্পনা শুরু হয় বিরাট কোহলির হাতে থাকা মোবাইল কোনটি কি? কেন এত সুন্দর?

সবাই এই ফোনটির মডেল জানার জন্য উৎসুক জনতার ঢল নেমে যায়। অবশেষে খোঁজখবর নিয়ে জানা যায়, সেদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির হাতে যে স্মার্টফোনটি  দেখা গিয়েছিল সেটি আসলে চীনের iQoo কোম্পানির Pro 5G Edition। গত বছরের শেষের দিকে আত্মপ্রকাশ করে এই স্মার্টফোনটি। অপেক্ষার প্রহর শেষে খুব তাড়াতাড়ি এতি চলে এসেছে ভারতের বাজারে।

অবশ্যই বাংলাদেশে ৫জি না থাকায় এখনো এটি বাংলাদেশে প্রবেশ করেনি। তবে বাংলাদেশ ফাইভ-জি চালু হলে এটি প্রথম ফাইভ-জি স্মার্টফোন প্রবেশ করবে বাংলাদেশে।

কয়েকদিন আগেও ভারতের একটি মোবাইল কোম্পানির দোকানে এর বিচার প্রকাশ করা হয়েছিল চীনের iQoo তরফ থেকে।

VIVO-র এই মোবাইল ফোনটি অন্যান্য ব্র্যান্ডের মতন ইতিমধ্যে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এর অফিস খোলা হয়েছে। এমনি কি ভারতের বসবাসকারী সব ব্যবহারকারীদের জন্য তারা আলাদা একটি ওয়েবসাইট তৈরি করে সমস্ত ফিচার সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই মোবাইলের সবগুলি Vivo-র নিজস্ব কারখানাতে তৈরি করা হবে বলে জানানো হয়।

জেনে নিন,ViVO-র iQoo pro 5G স্মার্টফোনটিতে কি কি থাকছে?

VIVO- iQoo  কোয়ালকম SDM- স্ন্যাপড্রাগন ৮৫৫+ অক্টা-কোর (১ × ২.৮৪) গিগাহার্টজ ক্রিও ৪৮৫ +৩*২৪২ গিগাহার্টজ ক্রিয়ো ৪৮৫ + ৪× ১.৭৮ গিগাহার্টজ প্রসেসর দ্বারা চালিত। স্মার্টফোনটিতে 6.41 ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ ডিসপ্লে এবং ১০৮০ x ২৩৪০ পিক্সেল রেজুলেশন রয়েছে।

পিছনে ক্যামেরাটিতে ৪৮ এমপি ও ১৩ এমপি দুটি ক্যামেরা আরো ২ এমপি গভীরতার সেন্সর লেন্স রয়েছে।

সামনের ক্যামেরাটিতে ১২ এমপি সেন্সর রয়েছে। ফোনের সেন্সরগুলির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লে অধীনে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস অন্তর্ভুক্ত রয়েছে।

স্মার্টফোনটি শক্তিশালী ও দ্রুত ব্যাটারি চার্জিং লি-পো ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে।

ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) + ফান্টুচ ৯.১ এ চলে।

 ফোনটি কালো এবং নীল রঙে পাওয়া যাচ্ছে।

বিস্তারিত…..

মডেল                 ঃ  Vivo iQoo Pro 5G

ওজন                   ঃ   217 গ্রাম

ডিসপ্লে                 ঃ   Super AMOLED capacitive touchscreen(6.41 ইঞ্চি )

রেজুলেশন           ঃ 1080 x 2340 পিক্সেল

ডিসপ্লে কালার     ঃ 16 M

হার্ডওয়্যারের

সিপিইউ               ঃ অক্টা-কোর (1×2.84 গিগাহার্টজ ক্রিয়ো 485 3×2.42 গিগাহার্টজ ক্রিয়ো 485 4×1.78                                     গিগাহার্টজ ক্রিয়ো 485

রেম                       ঃ  8 জিবি, 12 জিবি

রম                         ঃ 128 জিবি, 258 জিবি

মেমোরি কার্ড         ঃ না

সেন্সর                     ঃ ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লে অধীনে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস

সফটওয়্যার           ঃ অপারেটিং সিস্টেম

                                অ্যান্ড্রয়েড 9.0 (পাই) ফুন্টুচ 9.1

ক্যামেরা                 ঃ পেছনের ক্যামেরা

                                  48 এমপি (প্রশস্ত) 13 এমপি (অতিবাহিত) 2 এমপি গভীরতার সেন্সর

                                   সামনের ক্যামেরা 12 এমপি

সিম                      ঃ  ক্ষুদ্র সিম(ডাবল)

ডাটা                     ঃ  4 জি এলটিই

                               5 জি এনএসএ / সাব 6 / মিমি ওয়েভ; N41 / N78

                                                                গতি

                                     এইচএসপিএ 42.2 / 5.76 এমবিপিএস, এলটিই-এ (7 সিএ) ক্যাট20 2048/150                                     এমবিপিএস, 5 জি (2 জিবিপিএস ডিএল)

Related Posts

11 Comments

মন্তব্য করুন