অষ্টম শ্রেণীর প্রশ্ন ও উত্তর

  প্রথম অধ্যায় – সংক্ষিপ্ত প্রশ্ন-

  • ১) পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
  • উত্তর:পৃথিবীতে এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে।
  • ২)শ্রেণীবিন্যাস কাকে বলে?
  • উত্তর: জীবজগৎ কে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে।
  • ৩) কয়েকটি প্রজাতির উদাহরণ দাও।
  • উত্তর:মানুষ,, কুনোব্যাংঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি।
  • ৪) শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
  • উত্তর: প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
  • ৫) প্রাণীর বিভিন্নতা নির্ভর করে কিসের উপর ?
  • উত্তর: প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্রের উপর।
  • ৬) দ্বিপদ নামকরণ কাকে বলে?
  • উত্তর:একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয় এই নামকরণ কে দ্বিপদ নামকরণ বা বিজ্ঞানিক নাম করণ বলে। যেমন-মানুষের বৈজ্ঞানিক নাম- “Homo sapiens”
  • ৭) সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে ?
  • উত্তর: সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য  চিহ্নিত করেন ক্যারোলাস লিনিয়াস।
  • ৮) দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?
  • উত্তর:দ্বিপদ নামকরণের প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস।
  • ৯) বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয় ?
  • উত্তর:বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়।
  • ১০) বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের একমাত্র উপায় কি?
  • উত্তর: বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের একমাত্র উপায় হলো শ্রেণীবিন্যাস।
  • ১১) প্রাণীদের কিসের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়?
  • উত্তর: প্রাণীদের বৈশিষ্ট্য ও প্রাণীদের মধ্যে মিল-অমিল ও পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়।
  • ১২) প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠছে এর নাম কি ?
  • উত্তর:প্রয়োজনের তাগিদে বর্তমানে জীব বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠছে এর নাম শ্রেণীবিন্যাসবিদ্যা
  • ১৩)শ্রেণিবিন্যাসবিদ্যা কি ?
  • উত্তর:প্রয়োজনের তাগিদে বর্তমানে জীব বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠছে এর নাম শ্রেণীবিন্যাসবিদ্যা।
  • ১৪) প্রাণীজগৎ কে ইংরেজিতে কী বলা হয়?
  • উত্তর: প্রাণী জগতকে ইংরেজিতে অ্যানিমেলিয়া রাজ্য (animalia Kingdom) বলা হয়।
  • ১৫) প্রোটোজোয়া ব্যতীত অন্যান্য প্রাণীদের কোন জগতের অন্তর্ভুক্ত করা হয়?
  • উত্তর: প্রোটোজোয়া ব্যতীত অন্যান্য প্রাণীদের অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়।
  • ১৬) অ্যানিমেলিয়া জগতের বা বহুকোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
  • উত্তর: অ্যানিমেলিয়া জগতের বাবু প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে।
  • ১৭)অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে তা কি কি?
  • উত্তর: অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে তা হলো- ১) পরিফেরা । ২) নিডারিয়া।
  • ৩) পার্টিহেলমিনথেস । ৪) নেমাটোডা । ৫) অ্যানিলিডা।
  • ৬) আর্থ্রোপোডা । ৭) মলাস্কা। ৮) একাইনোডামাটা।
  • ৯) কর্ডাটা ।
  • ১৮) কর্ডাটা পর্বকে কয়টি উপভোগ করা হয়েছে?
  • উত্তর: কর্ডাটা পর্ব কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
  • ১৯) স্পঞ্জ কি?
  • উত্তর: স্পঞ্জ হলো পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীর নাম।
  •  ২০) কোন পর্বের প্রাণীদের অধিকাংশ প্রাণীরা সামুদ্রিক?
  •  উত্তর: পরিফেরা পর্বের প্রাণীদের অধিকাংশ প্রাণীরা সামুদ্রিক।

Related Posts

16 Comments

মন্তব্য করুন