অ্যাপ রিভিউ -ওয়াও বক্স

এপ রিভিউ:
কথা বলবো এমন একটা এপ নিয়ে যেত হত অনেকে ব্যবহার করেন আবার অনেকে নাম শুনেছেন কিন্তু ব্যবহার করেন না।এপ টির নাম ওয়াওবক্স।এটি গ্রামীণ ফোনের একটি সেবা মূলক একটি এপ।এই এপ টি শুধু গ্রামীণ সিম কার্ড নয় বরং যেকোনো সিম কার্ড দিয়ে চালাতে পারবেন।কিন্তু সেই ক্ষেত্রে ইন্টারনেট চার্জ করা হবে।কিন্তু আপনি যদি গ্রামীণ সিম কার্ড ব্যবহার করেন তাহলে আপনি টা কোন ডাটা চার্জ ছাড়া ব্যবহার করতে পারবেন।এই এপ টি খুলেই প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে,অবশ্য ই আপনার গ্রামীণ ফোন সিম কার্ড দ্বারা।তার পর আপনার সামনে বিভিন্ন খবর,ভিডিও,কুইজ,টাস্ক,জেম, এন্টারটেনমেন্ট এর কোন জিনিস ইত্যাদি আসতে পারে।আর তার পাশাপাশি অনেক ইন্টারনেট অফার,ত্বক টাইম অফার এগুলোতো রয়েছেই।আপনি চাইলে সেপারেটলি ভিডিও দেখতে পারেন ভিডিও অপশনে গিয়ে।আবার কোন বোনাস অফার কিনতে পারেন স্টোর অপশনে গিয়ে।আবার এন্টারটেনমেন্ট অপশনে গিয়ে বিভিন্ন কুইজ ,তারকাদের বর্তমান অবস্থা ইত্যাদি জানতে পারেন,নিউজ অপশনে গিয়ে খবর পরতে পারেন লাইভ স্কোর দেখতে পারেন ইত্যাদি।
কোন কোন বক্স এ কি কি সুযোগ সুবিধা আছে ত নিচে দেওয়া হল:
স্টোর বক্স:এই বক্সে সব অসাধারণ অসাধারণ সব ডিলের অফার পাবেন।বর্তমানে টপ অফার গুলো হল:১. ১৮ টাকা ৩০০ এমবি ।
২ . ৪৯ টাকায় ৫ জিবি বায়োস্কোপ প্যাক।
আরো অনেক কিছু।
ভিডিও বক্স: এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন।এগুলো সচারোকর বিভিন্ন YouTube চ্যানেলে থেকে নেওয়া হয়।যেমন ১০ মিনিট স্কুল, টিকটক ভিডিও,ফানবাজ,ভিডিও box,star golpo,video meme,soil story ইত্যাদি।এসব ভিডিও গুলো ব্যবহারীদের কাছে বেশি জনপ্রিয়।
এবার চলুন জেনে নেওয়া যাক এন্টারটেনমেন্ট বক্স সম্পর্কে:এই খানে সব ধরনের স্টারদের খবর,কুইজ,চাপাবাজির কুইজ, ক্যাপশন কুইজ,স্টারদের ফেসবুক পোস্ট,poll ইত্যাদি।এটা ওয়াও বক্সের সবচে বড় অংশ।
এর পর আসে নিউজ:এটা বেশি বড় অংশ পার্ট না।তবে এখানে পাবেন আপনি ক্রিকেট এবং ফুটবলের লাইভ score আবার সেটা পাবেন প্লেয়ারদের থ্রিডি অবস্থান সহ!এছাড়াও পাবেন বিনোদন জগতের খবর,ইত্তেফাক নিউজ পেপারের খবর।
এর পর আসে গেম:এখানে আপনি বিভিন্ন ধরনের শর্ট গেম খেলতে পারেন।যা আপনি মেসেঞ্জার খেলে থাকেন তাও আবার ডেটা চার্জ ছাড়া।
যে যে গেম খেলতে পারেন:
1.eight ball bilial
2.city dunk
3.table tenis
4.endless truck
5.high way rider
6.free kick football
7.booble wood
8.solitair
9.archari world tour
10.staryy bubble
11.multisquer
12.gold mine
13.colour shap
14.spider man
15.fruity crush
16.bubble
17.the wisp
18.pump up bird
17.inca challange
18.river exit
19.2048
20.tripiatar
21.freking math
22.stone of farao
23.spring panda
24.read head
25.busket ball
26.red head
এখন ওয়াও বক্স ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর থেকে।
কন্টেন্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ।
ধন্যবাদ।

Related Posts