আপনার নিজের ছবি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করুন।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আপ্নারা সবাই ভালো এবং সুস্থ্য আছেন । বন্ধুরা আমরা সবাই কার্টুন ভিডিও দেখতে পছন্দ করি , এর এনিমেশন গুলো দেখে ।আমাদের ও ইচ্ছা করে আমরা ও যদি আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে যদি বানানো যেত তাহলে খুব ভালো হত । মুলত কার্টুন ভিডিও বানাতে হলে অনেক দক্ষতা এবং পরিশ্রম এর দরকার হয় । কার্টুন ভিডিও তৈরি করতে অনেক প্রগামিং শিখতে হয় । কিন্তু আজকে আমি যে মাধ্যমে কার্টুন ভিডিও বানানো দেখাব । যা বানাতে কোন প্রগ্রামিংয়ের দরকার হবে না । শুধু মাত্র একটি এন্ড্রইড মোবাইল এবং একটি একটি এপ্লিকেশন থাকলেই হবে ।

তো আর কথা নাবলে আজকের পোষ্ট টা লেখা শুরু করা যাক ।

 

এই কাজ টি করতে আপনার কি কি প্রয়োজন হবে ।

একটি মোবাইল ,ইন্টারনেট কানেকশন ও একটি এপ্লিকেশন।

এই এপ্লিকেশন টি আপ্নারা কোথায় পাবেন?

এই এপ্লিকেশন টি আপ্নারা গুগোল প্লেস্টোরে পেয়ে যাবেন ।

আপনি যদি এই এপ্লিকেশন টি ডাউনলোড করতে চান , তাহলে প্রথমে আপনার মোবাইলের গুগল প্লেস্টোরে আসতে হবে । আসার পর সার্চ বক্সে
Boo 3D avatar লিখে সার্চ দিলেই এপ্লিকেশন টি চলে আসবে ।

আপ্নারা একটি ভালো কমেন্ট করবেন  । করার পর এপ্লিকশন টি ডাউনলোড দিবেন ।

আপনার ডাউনলোডের সুবিধার্থে এপ্লিকেশনের লিংক দিয়ে দিচ্ছি।

Application Link: https://play.google.com/store/apps/details?id=com.boo.boomoji&hl=en

আপ্নারা এপ্লিকেশন টি ডাউনলোড করে নিবেন । নেওয়ার পর ইন্সটল করে আপনার মোবাইলে ওপেন করবেন । এপ্লিকেশন টি ওপেন হয়ে গেলে কিছু পারমিশন চাইবে ।আপ্নি পারমিশন গুলো এলাউ করে দিবেন । আপানার সামনে একধরনের ইন্টারফেজ আসবে । এবার আপনার সামনে কিছু অভতার বা কার্টুন ভিডিও আসবে । আপনি ইচ্ছা করলে ভিডিও গুলো দেখতে পারেন । আপনি এবার আপনার ইমেইল অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে লগিন করে নিন অথবা এখানে সাইন আপ করে নিন ।

এবার কথা হচ্ছে কিভাবে এখান থেকে আপ্নারা কার্টুন ভিডিও বানাবেন ।

আপনার নিজের ছবির কার্টুন ভিডিও বানানোর জন্য ক্যামেরা আইকন দেখতে পারবেন ।আপনি ক্যামের আইকনে ক্লিক করবেন ।

করার পর আপনি আপনার মুখমুন্ডলের একটি ছবি তুলবেন ।এবার আপনি আপনার ছবি ট্যাপ করে ধরে রাখবেন । এবার আপনার ছবির কার্টুন ছবি হয়ে যাবে ।এবার এই অবতার কে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করুন। করার পর ভিডিও আইকন দেখতে পারবেন ।আপনি ভিডিও আইকনে ক্লিক করবেন । এবার আপনি আপনার পছন্দ মত ভিডিও সিলেক্ট করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন ।

আপনি যদি আপনার এই কার্টুন ভিডিও টি সেভ করতে চান । তাহলে গ্যালারী আইকনে ক্লিক করে সেভ করে নিতে পারেন ।

আজকের পোষ্ট টি এই পর্যন্ত ।আমি আশা করব এই পোষ্ট টি আপনাদের পড়ে অনেক ভাল লেগেছে ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য।

Related Posts

12 Comments

  1. আনলাইন ইনকাম ব্লগার সাইট এসিও ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে জান ↓

    https://www.expertbd.gq

    টুইটার ফলোয়ার বাড়ানোর ৫ টি টিপস সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে জান ↓

    https://www.expertbd.gq/2021/12/blog-post_13.html

মন্তব্য করুন