আপনার মোবাইলকে সুপার ফাস্ট করে ফেলুন কোনো রকম অ্যাপ ছাড়াই

হ্যালো বন্ধুরা। কেমন আছেন?

শিরোনাম দেখেই বুঝতে পারছেন পোস্টটা হচ্ছে মোবালকে কিভাবে ফাস্ট করা যায় তাও কোনো অ্যাপ ছাড়াই।

এজন্য আপনাকে প্রথমে মোবাইলের Settings অপশনে গিয়ে Developer Option এ যেতে হবে। যাদের মোবাইলে ডেভলপার অপশন নেই তারা সেটিংস এ গিয়ে About Phone/Device এ ক্লিক করুন। তাহলে Build Number নামে একটা অপশন পাবেন ঐটাতে কয়েকবার ক্লিক করলেই Developer Option চালু হয়ে যাবে। এখন আবার সেটিংসে ফিরে গেলেই অপশনটি পাবেন। Developer Option এ ডুকুন।

একটু নিচের দিকে স্ক্রোল করলেই Window Animation Scale, Transition Animation Scale, Animator Duration Scale 

এই তিনটি অপশন দেখতে পাবেন।

এখন স্বাভাবিক অবস্থায় সবগুলো 1x করা থাকে। আপনি চাইলে সবগুলো অফ করে দিতে পারবেন অথবা Scale 0.5x করে রাখবেন। এখন দেখুন আপনার ফোন পূর্বের চেয়ে দ্রুত কাজ করবে। এক্ষেত্রে আপনার ব্যাটারীর পারফরম্যান্সও বেড়ে যাবে। তবে যাদের মোবাইলের রেম বেশি বা ফাস্ট আছে তারা Smooth Performance এর জন্য

1.5x / 2x করতে পারেন তাহলে Iphone এর মত Smooth Performance পাবেন।

 

 

 

Related Posts