আমরা কেনো ব্যর্থ হই।

কেমন আছেন সবাই।আশা করি ভালো আছেন।আপনারা চেষ্টা করবেন সবাই বাসায় থাকার জন্য,অপ্রয়োজনীয় কাজে বাসা থেকে বের হবেন না।না হলে যদি এই ভাইরাস আপনার মধ্যে ঢুকে পড়ে, তাহলে আপনার সাথে আপনার পরিবার,আপনার আশেপাশে মানুষ জন সবার মধ্যে ছরে পড়বে।তাই বাসায় থাক্তে চেষ্টা করবেন।

আজকে আমি যেই টা নিয়ে কথা বলবো সেই টা হচ্ছে কেন আমরা জীবনে ব্যর্থ?কেন প্রথিবীতে মাএ ১ পার্সেন্ট লোক সফল।আর বাকি সবাই জীবনে অসফল থেকে যায়।সফলতা কিন্তু অসম্ভব ব্যাপার না।এখন আপনারা ভাবেন যারা সফল হয়েছে তাদের অনেক টাকা ছি, তাদের মেধা প্রচুর ছিলো,তাদের ভাগ্য ভালো ছিলো।তাই তারা সফল হয়েছে।কিন্তু তা একেবারে ভুল।বেশিরভাগ সফল মানুষই একেবারে শূনো থেকে শুরু করে সাফল্য চোড়ায় পৌছেচেন।আপনি যদি তাদের জীবন কাহিনি পড়েন বা নেটে দেখেন তারপর আপনার মনে হবে তার থেকে অনেক ভালো অবস্থানে আপনি আছেন।এখন তো বুজলেন তাদের কাছে কোন টাকা ছিল না, এখন হইতো ভাবতে পারেন তাদের অনেক মেধা ছিল। যার ফলে তারা সফল হয়েছে।কিন্তুআপনিযদিআবার তাদের বই পড়েন তাহলে আবার দেখবেন তাদের তেমন কোন মেধা ছিল না।তারা জীবনে এত ব্যর্থ হয়েছে যা সাধারন মানুষ হাল ছেরে দেই।তাই তারা আজ সফল হতে পেরেছে। তারপর যেই প্রশ্নটা দেখা যায় তা হছে তাদের ভাগ্যে ভালো ছিলো তাই তারা জীবনে সফল হতে পেরেছে।এই প্রশ্নটা একটু বেশি দেখা যায়।কিন্তু আপনার কি এতো কিছু পরেও মনে হই যে তাদের ভাগ্যে ভালো ছিলো।তারা এই প্রশ্নটার জবাবে বলেন আমরা আমদের কর্মমের মাধ্যমে ভাগ্য গড়ে তুলেছি।আপনি ও যা কাজ করবেন সেই অনুযায়ী আপনার ভাগ্য লেখা হবে।তাই এই প্রশ্নগুলো করে আপনার প্রতিভাকে না থামিয়ে দিয়ে চেষ্টা করুন কিভাবে সফল হতে পারবেন জীবনে।সফল হতে পারুন আর না হতে পারুন জীবনে তো একটো চেষ্টা করতে পারেন।কোন কিছু না করে হার মানবেন না দেখবেন একদিন আপনি ও সফল হতে পারবেন।

Related Posts

19 Comments

মন্তব্য করুন