ইংরেজি শিখতে অধিকতর গুরুত্ব দিবেন এই বিষয়গুলোতে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আপনার যদি ইংরেজীর প্রারম্ভিক জ্ঞান থাকে তাহলে আপনি ইংরেজীতে নিজেকে আরও বেশি পাকা ও পারফেক্ট করে গড়ে তুলতে ধারাবাহিকতা ঠিক রেখে নিচের বিষয়গুলোর উপর বেশি গুরুত্বারোপ করবেন।

1. Vocabulary বা শব্দভান্ডারঃ ইংরেজিটাকে হাতের কব্জায় আনার জন্য বেশি বেশি শব্দভান্ডার নিজের আয়ত্তে রাখুন।
2. Preposition বা পদান্বয়ী অব্যয়
3. Sentence making বা বাক্য তৈরি
4. Verb বা ক্রিয়া/কাজ
5. Pronoun বা সর্বনাম

এবার আসুন জেনে নেয়া যাক বেশি বেশি চর্চা করবেন যেভাবেঃ
Vocabulary– সধারনত Single word মুখস্থ করেও এটি বেশি দিন মাথায় ধরে রাখা যায় না। তাই একটি word এর সাথে আরও একটি word কিংবা দুইয়ের অধিক word যোগ করে পড়লে বেশি দিন মনে রাখা যায়।
যেমন : Excellent,
excellent group,
an excellent group,
an excellent group of learning English of Bangladesh,
an excellent and active group of learning English of Bangladesh,
an excellent, genius and active group of learning English of Bangladesh,
এভাবে আরও বেশি বেশি চর্চা করবেন।

Preposition – এটি বিশেষ করে বাক্যের অংশ হিসেবে তৈরি করে পড়লে দ্রুত আয়ত্তে চলে আসবে। এটার ক্ষেত্রেও দুই, তিন বা এরও অধিক preposition একত্রে যোগ করে চর্চা করলে আপনার written, spoken এবং Grammar-এর কোন সমস্যাই থাকবে না, ইনশাআল্লাহ।

এবার আসুন জেনে নেয়া যাক বেশি বেশি চর্চা করবেন যেভাবেঃ
১. Pronoun-এর সাথে
২. Noun-এর সাথে
৩. verb-এর সাথে
৪. adjective ও adverb-এর সাথে

Sentence making করতে যা যা জানতে হবেঃ
১. Sentence-এর যাবতীয় গঠনপ্রণালী
২. Sentence-এর সকল প্রকারভেদ
৩. Auxiliary verb সমূহের অর্থসহ সকল ক্ষেত্রে সকল ধরনের ব্যবহার।
৪. Making Questions & how to give answer (Simple, Wh-questions & Tag questions ইত্যাদি)
৫. Joining words ও এদের অর্থসহ সকল ক্ষেত্রে সকল ধরনের ব্যবহার।
এরপর শুধু এই পদ্ধতিগুলোকেই বার বার ভিন্ন ভিন্নভাবে অনুকরণ করতে হবে।
মনে রাখবেন, বুদ্ধিমানেরা একই কাজ ভিন্ন ভিন্ন আঙ্গিকে করে।

Verb বলতে আমরা অনেকেই শুধু Present, Past & Past Participle বলেই জানি। বিষয়টি এমন নয়। শুধু এই তিনটি ফর্ম জানলেই চলবে না। Verb-এর সকল প্রকারভেদ এবং সকল ক্ষেত্রে এদের প্রয়োগ জানতে হবে। অর্থাৎ যে verb যত ভাবে তত ভাবে শিখতে হবে।

Pronoun – সকল ধরনের pronoun-এর অর্থ এবং সকল ধরনের ব্যবহার যেখানে যত ভাবে ব্যবহৃত হয় তত ভাবেই জানতে হবে।

Grammar- এটি শুধু একমাত্র অনুকরণের মাধ্যমই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর সঠিক নিয়মে করলে Grammar আপনার পিছনে পিছনে দৌড়াবে।

সুতরাং, ইংরেজী নিয়ে আর কোনো ভয় নয়। আপনার বয়স যা’ই হোক না কেনো আপনি এখন থেকেই শুরু করুন।
আর মনে রাখুন ৭-৮ বছরের ছেলে মেয়েরা যদি ২-৩ বছরেই কুরআন শরীফ মুখস্থ করে ফেলে তবে আমরা কেন নই?

ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ আর নয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Related Posts