ইংরেজি শিখুন মোবাইল দিয়ে।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা,আশা করি আপ্নারা  অনেক ভালো এবং  সুস্থ্য  আছেন।

 

বন্ধুরা আপ্নারা সবাই তো বাংলায়  কথা বলেন। কারণ আমাদের মাতৃভাষা বাংলা। তাই আমরা সবাই বাংলায় কথা বলতে ভালোবাসি।

কিন্তু মাঝে মধ্য আমাদের ইংরেজি তেও কথা বলতে হয়। আমরা সবাই ইংরেজি  কথা বলতে পারি না।

 

আজকে আমি আপনাদের সামনে একটি এপ্লিকেশন নিয়ে এসেছি যার মাধ্যমে আপ্নারা মাত্র ৩০ দিনের মধ্য ইংরেজিতে কথা বলতে পারবেন।

 

তো আর কথা না বলে আজকের পোষ্টা লেখা শুরু করা যাক।

 

প্রথমে আপনার একটি এপ্লিকেশন ডাউনলোড  করতে হবে।

আপনি নিচের লিংকে ক্লিক করে সহজে ডাউনলোড  করতে পারবেন।

 

Application Download  link:https://play.google.com/store/apps/details?id=com.rsnapp.learn_english_speaking

 

 

আপনি উপরের লিংকে ক্লিক করে সহজেই  এপ্লিকেশন টি ডাউনলোড  করতে পারবেন।

 

আপনার যদি এপ্লিকেশন টি ডাউনলোড হয়ে যায় তাহলে ইন্সটল  দিয়ে ওপেন দিবেন। ওপেন দেওয়ার  পর আপনার সামনে কোন পারমিশন চাই তাহলে Allow   দিবেন। এরপর আপনার ডাটা চেকিং করবে। এবার আপনার সামনে এপ্লিকেশন টি ওপেন হবে।  আপনার সামনে সবমিলে ৩০ টা ক্লাস আসবে আপনি একটি একটি করে ওপেন দিয়ে ক্লাস করবেন, দেখবেন কিছুদিনের মধ্য আপনার ইংরেজি আগের থেকেও ভালো হয়ে যাবে। আর বর্তমান  সময়ে ইংরেজি  ছাড়া  চলা অনেক কঠিন। আপনি যদি এই এপ্লিকেশন  টি ভালোভাবে দেখেন তাহলে সব কিছু ভালোভাবে  বুঝতে পারবেন। কারণ এই এপ্লিকেশন এর ভেতর ভালোভাবে  সব বুঝিয়ে দেওয়া হয়েছে।  এখানে  সব ইংরেজি  গ্রামার দেওয়া  হয়েছে।  যাতে আপনাদের ইংরেজি  শিখতে  পারেন। আপনি যদি এই এপ্লিকেশন টি ডাউনলোড করেন তাহলে অবশ্যই  আপনি মাত্র ৩০ দিনের মধ্য ভালো  ইংরেজি  শিখতে  পারবেন।

আপনার কাছে যদি এই এপ্লিকেশন টি ভালো লেগে থাকে তাহলে থ্রি ডট আইকনে ক্লিক করে দেখবেন।  এপ রেটিং লেখা আছে।  আপনি ওইখানে ক্লিক করার পর আপনাকে গুগোল প্লেস্টোরে  নিয়ে যাবে।  আপনি এবার ভালো  একটি কমেন্ট  করবেন এবং ৫ স্টার রেটিং দেবেন। আর এই  পোষ্টটি  আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে আমাদের লেখা পোষ্ট  আপনার বন্ধুরাও পড়তে পারে।আর বর্তমান সময়ে আমাদের ইংরেজি না জানলে পরবর্তী প্রজন্ম আর এগিয়ে যেতে পারবে না। তাই ইংরেজি শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের ইংরেজি না জানা থাকে তাহলে আমরা উপরের লিং অথবা গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এবং সবাই তাড়াতাড়ী ইংরেজি শিখে নিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যান তাহলে আপনার ইংরেজি বলতে হবে। তাই সবাই বিদেশ বা দেশের বাইরে যাও্ইয়ার আগে ইংরেজি শিখে নিন।এবং ইংরেজি শিক্ষার গুরুত্ব দিন।

 

 

Application Short Description :

 

App Name: ত্রিশ দিনের ইংরেজি  শিক্ষা।

 

Company Name:Wps Apps

 

App Rating:4.1★

 

About: English learning and Speaking.

 

Size:3.4 MB

 

App Permission:Google Playstore.

 

Comment:Positive.

 

Last Updated:16 June 2019.

 

 

 

 

সবাইকে  অসংখ্য  ধন্যবাদ আমাদের লেখা পোষ্ট আপ্নারা কষ্ট করে,এই পোষ্ট টা শেয়ার করতে পারেন

 

 

Related Posts