আসসালামু আলাইকুম কেমুন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি সৈকত নিয়ে এলাম আরেক টি ইনকাম করার উপায়। কথা না আসে কাজে আসি। আজকের টিউনে আপনাদের মাঝে আলো চনা করব কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পার বেন।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলেই কি ইউটিউব থেকে ইনকাম করা যায় ?
হ্যা আপনারা ঠিক শুনেছেন আসলেই ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব। ইউটিউবে টাকা ইনকাম করার জন্য সর্ব প্রথম দরকার ১ টি ইউটিউব চ্যানেল যেখানে আপনি ভিডিও করবেন টাকা ইনকাম করার পূর্বে আপনার ১০০০ ফলোয়ার লাগবে। আপনার যদি ১০০০ ফলোয়ার থাকে তা হলে আপনি গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।খুব সহজে। আজকাল সবাই প্রতি দিন হাজার হাজার ডলার ইনকাম করছে অনায়াসে। এজন্য আপনার কিছু দক্ষতা প্রয়োজন।
ইউটিউবে টাকা ইনকাম করার জন্য দক্ষতা দরকার তা হলোঃ
১। ভিডিও এডিট করার দক্ষতা।
২।অবশ্যই ধৈর্য থাকলে হবে তা না হলে ইনকাম করতে পারবেন না।
৩।ভিডিও বানানোর দক্ষতা দরকার।
৪।অবশ্যই গুগল এ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
৫।অবশ্যই ভালো স্মার্টফোন থাকতে হবে।
৮।দ্রত গতির ইন্টারনেট থাকতে হবে।
৯।অনেক কে দেখা যায় যে তারা কিছু দিন কাজ করার পর হাল ছেড়ে দেয় তা করলে চলবে না। সে জন্য অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
এবার বলব কিভাবে আপনারা ইউটিউবে তারা তারি ও দ্রত টাকা ইনকাম করতে পারবেন
১।প্রতি দিন অন্তত ২-৪ টি ভাবে আপলোড করতে হবে।
২।আগে আপনারই জানতে হবে কোন ভিডিও তে বেশি ভিউ হচ্ছিলো বা হচ্ছে।
৩।তার পর নির্ধারন কর বেন যে কি বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন।
৪।দেখতে হবে যে আপনার কোন ভিডিও তে বেশি ভিউ হচ্ছে সেই অনুযায়ী ভিডিও তৈরি করুন তা হলে সাফল্য অর্জন করতে পার বেন। আমার মতে বলি যে কোনো কিছু ই সহজে পাওয়া যায় না সব কিছুর জন্য অবশ্যই কিছু কষ্ট ও শ্রম দিতে হবে তাহলে সাফল্য অর্জন করতে পার বেন। বেশি না দিনে ২ ঘন্টা সময় দিন তাহলে মোটা-মুটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পার বেন। তা-ই আবার বলি জিবনে কোন কাজ করার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি কোনো কাজ ই সাফল্য পাবেন না।
আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। আজ আর না আবার ও দেখা হবে পরবর্তী টিপস এ ততক্ষণ সবাই ভালো থাকবেন।