ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করবেন?

আমাদের তরুন সমাজে ইউটিবার হওয়ার প্রবল ইচ্ছা।কারন একজন সফল ইউটিবারের মাসে মাসে ইনকাম বেশি তাছাড়াও রয়েছে অনেক সেলিব্রিটি হওয়ার উপায়।কিন্তু কোন কাজে সফলতা পাওয়া এতটা সহজ না তেমনি ইউটিউবে সফল হওয়ার জন্য কিছু ধাপ পের হতে হয়।আর ইউটিউবে সফল হলে আপনার আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না।কারন তখন শুধু ইউটিউব নই অনেক যায়গা থেকেই আসবে টাকার অফার।তাই আমি বলবো আপনারা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আর মাসে কত টাকা প্রর্যন্ত ইনকাম করতে পারবেন।

ইউটিউবারের সংখ্যা এখন এতটাই বেরে গিয়েছে যে এখন শুধু ভিডিও আপলোড করলেই আপনার ইনকাম হবে না।ইউটিউব তার নতুন আপডেটে বলেছে এখন ১০০০ সার্বস্কাইব তার পাশাপাশি ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন আর আপনার চ্যানেল যদি কোন কপি রাইট না থাকে এবং অন্যান্য কোন সমস্যা না থাকলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে।আর আপনি মনিটাইজেশন পাওয়ার পর থেকেই আপনার প্রতিটা ভিডিওর জন্য টাকা পাবেন।এখন বলি আপনি কিভাবে ইউটিউব থেকে থেকে টাকা পাবেন,আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনার চ্যানেলে কিছু এড দেখাবে আর আপনার ভিডিও তে যে এড গুলোকে ক্লিক করবে তা থেকে আপনার একাউন্টে টাকা জমা হবে।এখন প্রথম অবস্থাই আপনার ইনকাম কম হবে কিন্তু যখন সফল হবেন তখন শুধু ইইউটিউব থেকে না বিভিন্ন স্পন্সার থেকে আয় করতে পারবেন     একজন ভালো ইউটিউবার মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করে ইউটিউব থেকে।

আমি আপনাকে বলতে যাই যদি আপনার ইছে থাকে আপনি ইউটিউবার হবেন তাহলে আপনি আপনার ভিডিওর দিকে নজর দেন কারন আপনার ভিডিও যদি ভালো হই তাহলে মানুষ আপনার ভিডিও গুলো দেখবে।আর তা থেকে আপনি ইউটিউবে সহজেই সফলতা পাবেন।অনেক ইউটিউবার সহজেই সাবস্ক্রাইব পেলেও ওয়াচ টাইম টি পূরন করতে অনেক কষ্ট হয়ে যায়।তাদেরকে বলবো আপনার একটা ভিডিও যদি ভাইরাল হই তাহলে আপনাকে আর এইসব কোন কিছু নিয়েই আর চিন্তা করতে হবে না।আর আপনাকে অবশ্যই ইউটিউব থেকে দেওয়া শর্ত গুলো এক বছরের মধ্যে পূরন করতে হবে।

Related Posts

16 Comments

মন্তব্য করুন