ইন্টারনেট চলবে রকেটের গতিতে।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপ্নারা যারা আমাদের লেখা পোষ্ট পড়েন তারা সবাই ভালো  আছেন।
আমিও  আপনাদের দোয়াই এবং আল্লাহর  রহমতে অনেক ভালো আছি।
বন্ধুরা আমরা সবাই VPN ব্যবহার করি।  কেউ  Sky Vpn   আবার কেউ Super Vpn। আমারা যে যেটাই ব্যবহার করি না কেন। সবাই নিজেদের ইন্টারনেট  দ্রুত করার জন্য এবং আইপি এর জন্য ব্যবহার করে থাকি।
বন্ধুরা তোমারা কি কেউ জানো বাংলাদেশে ও একটি দারুণ  ভিপিএন রয়েছে। আমরা কেউ আমাদের নিজেদের দেশের ভিপিএন ব্যবহার করি না ।  কারণ  বাংলাদেশের ভিপিএন গুলা ভালো সার্ভিস  দেয় না। একথা টি পুরাপুরি  ভুল ধারণা  কারণ বাংলাদেশের এপ ডেভেলপাররা প্রতিনিয়ত  এগিয়ে যাচ্ছে।
আর আজকে আমি আপনাদের সামনে এমন একটি বাংলাদেশী ভিপিএন  শেয়ার করবো যার ফিচার দেখে আপনার এখনি ডাউনলোড  করতে মন চাইবে।
তো আজকের পোষ্টটা লেখা শুরু করা যাক।
সবার আগে আমাদের জানতে  হবে VPN কি এবং এর কাজ কি?
VPN হলো:Virtual Private  Network.
ভিপিএনের কাজ হলো একটি নিদিষ্ট  কোন network নিজে নিজে একটি আইপির মাধ্যমে  পরিচালনা করা।
আর আজকে আমি আপনাদের মাঝে যে ভিপিএন  টি শেয়ার  করবো সেটি বাংলাদেশে  ডেভেলপ করা হয়েছে।
কিভাবে এই আপ্লিকেশন  টি আপ্নারা ডাউনলোড  করবেন।
এপ্লিকেশন টি ডাউনলোড  করার  জন্য প্রথমে আপনার মোবাইলে গুগোল প্লেয়ার টি ওপেন করতে হবে।   এরপর আপ্নারা search box এ BD VPN লিখে search করবেন।
search দেওয়ার  পর আপনার সামনে এপ্লিকেশন টি চলে আসবে।আপনি এখান থেকে ২য় এপ্লিকেশন টি ডাউনলোড করবেন।
আপনাদের সুবিধার্থে আমি নিচেই এপ্লিকেশন টির লিংক দিয়ে দিচ্ছি।
আপ্নারা এপ্লিকেশন টি ডাউনলোড করার আগে ৫★রেটিং দেবেন।কারণ এপ্লিকেশন টি আপনাদের অনেক উপকার হবে। আপ্নারা ডাউনলোড  করার পর ইন্সটল  করবেন। ইন্সটল করে  সবাই ওপেন দিবেন। আপনার কাছে যদি কিছু পারমিশন  চাই তাহলে  আলাউ করে দিবেন। এবার আপনাদের সামনে এপ্লিকেশন টি ওপেন হবে। এবার আপনার সামনে আমাদের দেশের বিডি ভিপিএন টি ওপেন হয়ে যাবে। আপনি এবার আপনার ইচ্ছা মত আইপি  কানেক্ট করে ব্যবহার করতে পারেন। এবং নিজের  ইচ্ছামত ওয়েবসাটে প্রবেশ করতে পারেন।
Bd Vpn Short Description :
Name:Bd Vpn.
Company Name:Eyonaa Inc
App Rating:3.3★
Comment:Positive
Size:12MB
Video:Yes.
Permission : Google Playstore
Download :10,000+
Last Upadated:8 August 2019
ধন্যবাদ আপনাদের সবাইকে আপ্নারা কষ্ট করে আমাদের লেখা এই পোষ্টগুলো পড়েছেন।
সবাই ভালো এবং সুস্থ্য  থাকবেন।

Related Posts