উদ্দীপকের চিত্রদুটির গলনাংক ও স্ফুটনাংক কি একই?পাঠ্যপুস্তক এর আলোকে ব্যাখ্যা কর।

উত্তরঃ চিত্রে পদার্থ দুইটির গলনাংক একই। পাঠ্যপুস্তকের আলোকে নিচে বিশ্লেষণ করা হলঃযে তাপমাত্রায় কোন পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় সেই তাপনাত্রাকে ওই পদার্থের গলনাংক বলে।

আবার যে তাপমাত্রায় কোন তরল পদার্থ তরল থেকে জমতে জমতে কঠিন অবস্থায় পরিণর হয় তাকে ওই অবস্থার হিমাংক বলে। প্রায় সকল পদার্থের গলনাংক এবং হিমাংক সমান।

প্রথম পদার্থ হলো মোম।কঠিন মোম ৫৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে গিয়ে কঠিনে পরিণত হয়। তাই মোমের গলনাংক ৫৭ ডিগ্রি সেলসিয়াস। এই একই তাপমাত্রায় মোম গলতে শুরু করে কঠিন মোমে পরিণত হয়।

আবার মোমের হিমাংকও ৫৭ ডিগ্রি সেলসিয়াস। আবার চিত্রের ২য় পদার্থটি হলো বরফ। বরফের গলনাংক হলো ০° সেলসিয়াস। হিমাংকও ০° সেলসিয়াস।যেহেতু আলাদা আলাদা দুটি পদার্থের গলনাংক এবং হিমাংক যথাক্রমে ০° এবং ৫৭° সেলসিয়াস।

তাই বলা যায় পরিমাণগত ভাবেই পদার্থের গলনাংক এবং স্ফুটনাংক একই।

Related Posts

8 Comments

মন্তব্য করুন