এইবার সবার নজর কাটবে ফোল্ডিং স্মার্টফোন।

মটোরোলা ঘোষণা দিয়েছেন, তারা নতুন রেজর সিরিজ আরও কিছুদদিন পরে বাজারে ছাড়বেন।২০০৫ সালের জনপ্রিয় মটোরেজর এর আধুনিক ভার্সন এটি। ১৫০০ ডলার দামের এই ফোনটি বাজারে সরবারহ এর কথা ছিল ২৬ডিসেম্বর ।দেরি হওয়ার জন্য কম্পানীটি লেনেভো রেজর এর জনপ্রিয়তাকে দায়ী করেন।এই ফোনের চাহিদার পরিমাণ এর যোগান অপেক্ষা বেশি। তবে এই ফোল্ডিং ফোনে বেশ কিছু সমস্যা আছে ।তাই এখনও ফোন বাজারজাত করার নতুন সময় নির্ধারন করা হয় নি।তবে তারা বলছ ফোনটি বাজারজাত করতে খুব বেশিদিন লাগবে না।ফোনটির পরীক্ষাধীন মডেল হতে এর হাডওয়্যার এ কিছু সমস্যা দেখা গেছে। এটি প্রাথমিক ডিভাইস হিসাবে নয়,বরং ফ্যাশনেবল হিসাবে মানুষ ব্যবহার করতে চাইবে। ১৫০০ ডলার দাম হিসাবে একটু বেশি মনে হলেও অন্য প্রতিযোগী ফোল্ডিং ফোন এর তুলনায় এর দাম কমই বলা যায়।

সামস্যাং ফোল্ড (১৯৬০ ডলার)

হুয়াওয়ে মেইট এক্স (২৬০০ ডলার)

  • এপ্রিল এ সামস্যাং ও তাদের ফোল্ডিং ফোন এর বাজারজাতকরন এর তারিখ দিতে পারে বলে জানিয়েছে। হুয়াওয়েও জানায় , তারা এখনও অনেক পরীক্ষা চালাচ্ছে, কিছুটা সময় লাগবে বাজারে আসতে।এখন দেখার অপেক্ষা কোন কম্পানীরর ফোল্ডিং স্মার্ট ফোন বাজার দখল করতে পারবে।

 

Related Posts

10 Comments

মন্তব্য করুন