এই লকডাউনে বাড়িতে যেসব কাজ করবেন

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।করোনাভাইরাসের কারণে লম্বা সময় ছুটিতে ঘরে থাকতে হচ্ছে।তাই এই সময় ঘরে বসে না থেকে আপনারা কিছু কাজ করতে পারেন।বন্ধুরা,আজকের প্রতিবেদনে আমি আপনাদের জানাবো কি কি কাজ করবেন।

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব।বিশ্বের পায় সব দেশেই এই ভাইরাস তার থাবা বসিয়েছে।তাই সব দেশ ছুটি ও লকডাউন ঘোষণা করে তাদের নাগরিকদের ঘরে সুরক্ষিত রাখার চেস্টা করছে।বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।দিন দিন করোনাভাইরাসের রোগী বৃদ্ধি পাওয়ায় সরকার অনির্দিস্টভাবে সব ধরনের ছুটি বাড়াচ্ছে।তাই যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন কিন্তু ছুটির কারণে ঘরে বন্দি।তারা ঘরের মধ্যে কিছু কাজ করতে পারেন।ঘরের মধ্যে আপনারা যেসব কাজ করবেন তা হলো-
১।ঘরের মধ্যে আপনারা থাকার স্হানটি ভালো করে হ্যান্ড স্যানিটাইজার,লাইজল ইত্যাদি পানিতে মিক্স করে ভালো করে ৩-৪ দিন পরপর পরিস্কার করবেন।
২।আপনার ঘরের অন্যতম আসবাব হলো আপনার আলমারি।অতএব আলমারিটাও পরিস্কার করতে হবে।
৩।ঘরের ডাইনিং টেবিল থাকলে তাও পরিস্কার করতে হবে।
৪।সোফা থাকলে তাও একইভাবে পরিস্কার করতে হবে।সোফার কভার,তোশক ওয়াশিং পাউডার দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে।
৫।জানালা,জানালার গার্ড একইভাবে স্যনিটাইজার,লাইজল দিয়ে পরিস্কার করতে হবে।

৬।ঘরের সব দরজা পরিস্কার করার কেমিক্যাল দিয়ে মুছে ফেলুন।
৭।ঘরের প্রবেশমুখের বাইরের অংশটিও ঘরের একটি অংশ।ওখানে আমরা সবাই আমাদের জুতাগুলো রেখে থাকি।তাই বাইরের পুরো অংশ ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে।এছাড়াও জুতা ময়লা যা হবে তা পরিষ্কার করে ফেলতে হবে।
৮।ঘরের ভেতর-বাহির ওপরে যেসব ময়লা জমে তা ফুলঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।
৯।ঘরের যত ফ্যান আছে সব একইভাবে লাইজল মেশানো পানি দিয়ে পরিত্যক্ত কাপড় দিয়ে মুছতে হবে।
১০।টিভিও একইভাবে পরিষ্কার করুন।ফ্রিজ বন্ধ রেখে ভিতরের সব সবজি,আমিষ বের করে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলুন।
১১।ঘরের যত সদস্য রয়েছেন,সবাই সবার ব্যক্তিগত জিনিসপত্র আলাদা করে আলাদা আলাদা জায়গায় রেখে দিন।

এভাবেই অবসর সময়ে আপনারা নিজেদের কাজ করে ফেললে পরিবারকে এই রোগ থেকে অনেকটাই নিরাপদ রাখতে পারবেন।পরিশেষে বলতে চাই,সবাই ঘরে থাকুন,নিরাপদ ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

বন্ধুরা,আমার পোস্টটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।

Related Posts

17 Comments

মন্তব্য করুন