এপ্স রিভিউ : একই ফোনে আনলিমিটেড ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো একাউন্ট ব্যাবহার করুন।

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশাকরি সকলে অনেক ভাল আছেন। মাঝে মাঝে আমরা আপনাদের মাঝে এমন এমন কিছু অ্যান্ড্রয়েড এপ্স শেয়ার করি যার জন্য আপনারা আরো অনেক বেশি জানতে পারেন জানাতে পারেন। অন্যদিনের মত আজও আমি আপনাদের মাঝে এমন একটি এন্ড্রয়েড এপ্স রিভিউ শেয়ার করব যেটা জানলে আপনি অনেক বেশি অবাক হবেন। আসলেই ব্যাপারটা অবাক করার মতন আপনি কি কখনো এমন শুনেছেন যে একই এন্ড্রয়েড ফোনে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট, দুইটা ইমো একাউন্ট, দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এমনকি যতগুলো অ্যাপস আছে সবগুলোই দুইটা দুইটা। কি কথাটা শুনে বেশ অবাক হচ্ছেন না? কখন কিভাবে পেয়েছেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই সবগুলো একাউন্ট দুইটা দুইটা করে ইউজ করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।এই তৃতীয় জেনারেশনের যুগে সবকিছুই এগিয়ে যাচ্ছে।হোক সে প্রযুক্তি, ইন্টারনেট, মোবাইল বা যেকোনো কিছু।এর সাথে আপনি যদি এগিয়ে যান সবাই আপনাকে গুরু মানতে বাধ্য হবে আসলেই ইন্টারনেটের এই যুগে আমরা কেন সবার থেকে পিছিয়ে থাকব সবাই যখন দিনদিন সামনের দিকে এগোচ্ছে তখন আমাদের উচিত নিজেদের কে তথ্য প্রযুক্তির সাথে সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের বলে দিয়ে আজকের অ্যাপস বিষয়ে কিছু কথা। আজকে যেহেতু আমরা প্যারালাল স্পেস অ্যাপস এর রিভিউ দিব সেহেতু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে তাদের রেটিং দেখলেই বুঝে যাবেন যে অ্যাপসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। মাত্র 9 এমবির অ্যাপস টি আপনি অ্যান্ড্রয়েড 4 প্লাস এর যে কোন ফোনে ইউজ করতে পারবেন। প্লে স্টোরের এই আপ্স ১০০ মিলিয়নের ও বেশি বার ডাউনলোড করা হয়েছে।তাহলে বুঝতেই পারছেন বিশ্বে এটা কতটা জনপ্রিয়! এবার আসি আপনারা এটা কিভাবে ব্যাবহার করবেন।আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Parallel Space, তারপর ডাউনলোড করে ইন্সটল করুন।এবার এপ্স টা ওপেন করুন।ওপেন করার পর দেখতে পাবেন যে সেখানে প্লাস চিহ্নে একটি অপশন আছে এবং লেখা আছে Add Apps, আপনারা এখানে ক্লিক করে যে এপ্স আপনারা ডাবল ইউস করতে চান সেটা এড করুন।এবার এড করার পর দেখবেন এটার ভেতরেই এপ্স এড হয়ে গেছে।এবার আপনার কাজ হচ্ছে এপ্স টি আপনার বাইরের স্ক্রীনে নিয়ে আসা।আপনারা এড হওয়া এপ্স টা টিপে ধরে বাইরে টেনে নিয়ে এসে স্ক্রীনের উপরে ছেড়ে দিন।তাহলেই এপ্স টা বাইরে চলে আসবে।এবার এপ্স টা ওপেন করে দেখবেন যে এটা একদম নতুন।তখন ইচ্ছামত নতুন যেকোনো একাউন্ট খুলে নোট পারবেন।এভাবে আপনারা যেকোনো এপ্স ডাবল ইউস কর পারবেন।
এত কষ্ট করে আপনাদের মাঝে রিভিউ দিই,আপনারা যদি শেয়ার করেন তাহলে অনেক প্রেরনা পাই।আশা করি সবাই শেয়ার করবেন।
ধন্যবাদ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন