ওয়াই-ফাই কি বৈশিষ্ট্য এবং সুবিধা-অসুবিধা (তারবিহীন মাধ্যম) জেনে নেন

ওয়াই-ফাই

ওয়্যারলেস ফাইডেলেটি

ওয়াই-ফাই হচ্ছে ল্যান এর ওয়্যারলেস ব্যাবস্থা। এর সাহায্যে পোটেবল বা বহনযোগ্য ডিভাইসকে সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়।

ওয়াই-ফাই এর স্ট্যান্ডর্ড হচ্ছে আইইইই ৮০২.১১ যা একটি ওয়্যারলেস বা তারবিহীন ল্যান স্ট্যান্ডর্ড। বিভিন্ন পোর্টেবল ডিভাইস ও ফিক্সড ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের ক্ষেত্তেও এটি ব্যাবহারিত হয়। এই কাভারেজ এরিয়া কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওয়াই-ফাই নেটওয়ার্কভুক্ত এলাকা বা অঞ্জল হটস্পট  নামে পরিচিত।

ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য

  • এটি এইইই ৮০২.১১ স্ট্যান্ডর্ডে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক
  • নেটওয়ার্কের জন্য কোন ধরনের ক্যাবলিংয়ের প্রয়োজন নেই ।
  • নেটওয়ার্কে সহজ নতুন ব্যাবহারকারী যুক্ত করে, নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়।
  • কাভারেজ এরিয়া সাধারনত এনডোরের ক্ষেত্তে ৩২ মিটার এবং আউটডোরের ক্ষেত্তে ৯৫ মিটারের মধ্যে থাকে।
  • চ্যানেল ব্যান্ডউইড ৫২ সাব-ক্যারিয়ারের জন্য ২০ মিএইসজেট নির্দিষ্ট।
  • হাফ ডুপ্লেক্সিং মোড ব্যাবহার করা হয়।
  • এর প্রাথমিক ফ্রিকুয়েন্সির ব্যান্ড ২.৪ জিএইসজেট হলেও বর্তমানে এর ব্যান্ড ৫.৮৫ জিএইসজেট পর্যন্ত হয়ে থাকে।
  • ফ্রিকুয়েন্সি নয়েজ সর্বোচ্চ ১০ ডিবি।
  • একাধিক আক্সেস পয়েন্টের জন্য নেটওয়ার্কে রোমিং সুবিধা রয়েছে।
  • বাধামুক্ত সিগন্যল টান্সফারের জন্য বিভিন্ন ধরনের অ্যানক্রিপশন সুবিধা আছে।
    এতে ৬৪ চ্যানেলের ওফিডিএম টেকনোলজি ব্যাবহার করা যায়।
  • মিডিয়া এক্সেস কন্ট্রোলের জন্য প্রটোকল ব্যাবহার করা হয়।
  • ৮০২.১১ বি এবং ৮০২.১১ জি স্ট্যান্ডির্ডের জন্য ফিকুয়েন্সি হোপিং সুবিধা প্রদান করে।
  • স্বল্প দূরত্বে বিভিন্ন ডিভাইসের মধ্যে তারবিহীন সংযোগের প্রযুক্তি

ওয়াই-ফাই এর সুবিধাসমূহ –

  • এটি সম্পূর্নভাবে তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যাবস্থা।
  • এর সাহায্যে ইন্টারনেট আক্সেস করা যায়।
  • ল্যান ব্যাবহার কর,হোটেল,ক্যাফে, বিশ্ববিদ্যালয়,এয়ারপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ন স্থানে তারবিহীন ইন্টারনেট ব্যাবহার করা যায়।
  • ৮০২.১১ বি এবং ৮০২.১১ জি স্ট্যান্ডির্ডের ভালো ফিকুয়েন্সি পাওয়া যায়।
  • ওয়াই-ফাই কার্ড ব্যাবহার করে বাধামুক্তভাবে একই সাথে কথা বলা যায়।
  • ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য সরাসরি অনুমোদন প্রয়োজন হয় না।

ওয়াই-ফাই এর অসুবিধাসমূহ-

  • ডেটা ট্রান্সফারের গতি মাধ্যম মানের।
  • বিস্তৃত এলাকাব্যাপি ডেটা আদান করা যায় না।
  • ৮০২.১১ বি এবং ৮০২.১১ জি স্ট্যান্ডির্ডের ইনডোরে প্রায় ৬০-৯০ মিটার দূরত্বে এবং আউটডোর প্রায় ৩০০ মিটার দূরত্বে ডেটা স্থানান্তর করা যায়।
  • নিরাপত্তা ব্যাবস্থা খুব দর্বল।

 

Related Posts

9 Comments

মন্তব্য করুন