কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি

আসক্তি বলে একটা ভীতিকর শদ্ব আছে এবং সবাই নিশ্চয়ই এর সাথে কম বেশি পরিচিত। সাধারণত আসক্তি শদ্ব টা ব্যবহৃত হয় মাদকের সাথে।কোনো একজন ব্যক্তি মাদকের আসক্তি হয়ে গেলে তার জীবন টা কেমনভাবে বাজেভাবে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে একটা মানুঘের সুচনা সৃষ্টি হয় আর তা অন্ধের মতো,কথায় আছে না চোখ থাকি,, ঠিক তেমনি ভাবে একটা মানুষের জীবনটা বাজেভাবে নষ্ট হতে সময় লাগে না।তাই বলা যায় যে যেকোনো বিষয়ে আসক্তি করা ভালো নয় যা আমাদের জীবনকে বাজে ভাবে নষ্ট করে দিতে পারে। তাই বলা যায় যে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ বর্তমানে কিশোর কিশোরী যেকোনো কিছুতেই তারা আসক্তি করে নেয় অতি সহজেই। যেমন; মোবাইল ফোন,ইন্টারনেট,কম্পিউটারে, আরো অনেক কিছুতেই তারা আসক্তি করে নেয়। যার ফলে আমাদের ব্রেন বিকাশের অনেক ক্ষতি হচ্ছে যার আমরা আজ নিজেরা নিজেই কিছু তৈরি করতে পারি না কাউকে চমকে দেওয়ার মতো।হ্যা একদিকে অনেক সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারছি যার ফলে আমাদের এই বাংলাদেশ সবকিছু থেকে এগিয়ে আছে আরও এগিয়ে যাবে এই কামনা নিয়েই দেশের মানুষ কাজ চালিয়ে যাচ্ছে যথাক্রমে। তাই বলা যায় যে যেকোনো কিছুর উপর আসক্তি করে নেওয়া ঠিক না এতে আমাদের নিজের ক্ষতি এতে কোনো লাভ নেই,বর্তমানে সবচেয়ে আসক্তির শিকার হচ্ছে অনেকে সেটা হলো মোবাইল ফোন, যা আমরা প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং তা ব্যবহার করে আসতেছি তাই বলে ৪-৫ ঘণ্টা ফোন চালিয়ে আসক্তিতে পরিনত করবো আমাদের এই আসক্তিকে কমিয়ে নেয়া উচিত। এতে আমাদের এ অনেক লাভ হবে যার ফলে আমাদের ব্রেন বিকাশ হতে থাকবে ফলে আমাদের শারীরিক ও মানসিক বিকাশের  গঠন হতে সক্ষম হতে থাকবে।সুতরাং তাই বলা যায় যে আমাদের কোনো কিছুতে বেশি বেশি করে ব্যবহার করে আসক্তিতে পরিনত না করা ইত্যাদি।।

Related Posts