বেশিরভাগ মানুষ ICT এর রক্ষ্যনাবেক্ষণের কাজটি করতে পছন্দ করে না । কিন্তু তারপরও এই কাজটি করা অতান্ত গুরুত্বপূর্ণ । আপনি যদি আপনার পিসি বা কম্পিউটারকে সচল রাখতে চান তাহলে অবশ্যই আইসিটির রক্ষ্যনাবেক্ষণ করতে হবে ।একাজের জন্য ইলেকট্রনিক বিশেষজ্ঞ হওয়া দরকার নেই ।আসলে আমি এখানে সফটওয়্যারের কথা বলছিলাম । আপনারাতো Microsoft কম্পানির windows অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তবে সেই অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট রাখতে হবে । Internet সংযুক্ত থাকলে একই ধরনের সুবিধা দিয়ে থাকে । তবে যাইহোক আমি এখানে কম্পিউটার রক্ষ্যনাবেক্ষণের উপায় বা কম্পিউটারের গতি কিভাবে বাড়ায় সেই কথা আলোচনা করতে চেয়েছিলাম । অনেক সময় Internet চালাতে চালাতে কম্পিউটারের গতি কমে যায় ।আবার ভাইরাস ও অপ্রয়োজনীয় ফাইল থাকার কারণে কম্পিউটার দুর্বল হয়ে পরে । কম্পিউটার ঠিকমত কাজ করে না ।কম্পিউটারে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে । এমতাবস্তায় আমাদের উচিত সফটওয়্যারের সাহায্য এসব সমস্যার সমাধান করা ।
১। Speeditup নামে একটি সফটওয়্যার দিয়ে এই সমস্যার সমাধান করা যায় । এই সফটওয়্যার পাওয়া যাবে www.Speeditupfree.com ঠিকানায় ওয়েবসাইটে । সফটওয়্যারটি ইন্সটল করার পর চালু করুন ।তারপর Speedup coumputer now অপশনে ক্লিক করে কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন ইচ্ছামতো । ইন্টারনেট ব্যবহারের ফলে কম্পিউটারে যেসব অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়ে গতি কমিয়ে দেয় , সেগুলো মুছতে internet cleanup অপশনে ক্লিক করুন । Ram এর কতটুকু জায়গা ব্যবহার করা হয়েছে , কতটুকু জায়গা খালি আছে ইত্যাদি Ram এর সব তথ্য সফটওয়্যারটি খুললেই দেখা যাবে । এ সফটওয়্যারটি দিয়ে তাড়াতাড়ি ও সহজে ডিস্ক ডিফ্রেগমেন্ট করতে পারবেন ।
২ । আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে।আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়।এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে।আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম।কিছুদিন আগে আমি এমন একটা রেজিস্ট্রি ক্লিনারের সন্ধান পাই যা আমাকে অন্য সব সফটওয়্যারের কথা ভুলিয়ে দেয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে।এটি দিয়ে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্টও করা যায়। তো আর প্যাচাল না পেরে সরাসরি চলে যাই সচিত্র বর্ননায়……………….
১. এটি স্টার্ট পেজ, এটির সাহায্যে জানতে পারবেন আপনার পিসির বর্তমান অবস্থা।
২. উপরুক্ত আইটেম গুলো থেকে এটি রেজিস্ট্রি ক্লিন করে।
৩. এটি পিসির রেজিস্ট্রি সংক্রান্ত সকল সমস্যা দূর করে।
৪. এর আছে একটি চমৎকার রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্ট অপশন।
৫. এটি দ্বারা আপনি চমৎকার ভাবে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন
৬. সেটিংসে বিভিন্ন অপশন পাবেন। নিজের পছন্দ মত সেট করে নিন আপনার Registry Gear.
অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।