কম দামে দারুন সব সুবিধাসহ সেরা একটি মোবাইল সেট

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।

এই পোস্টটি তে আপনাদের সবাইকে স্বাগতম।

আজকের এই পোস্ট টি মূলত একটি মোবাইল সেট রিভিউ নিয়ে।

আজকালকার যুগে মোবাইল ফোন ছাড়া কল্পনাই করা যায় না। বিশেষ করে এই লকডাউনে প্রয়োজনীয় সব কার্যাবলী হয়ে গেছে অনলাইনে এবং অনলাইনে যুক্ত হওয়ার একটি প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে মোবাইল ফোন। আর আমরা সবসময় চেষ্টা করি কম দামের মধ্যে একটি ভালো মোবাইল ফোন কেনার জন্য। আজকে আমি সেরকমই একটি মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করব। আজকে আমি যে মোবাইলটি সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ভিভো মোবাইল ফোনের Y সিরিজের Vivo y-11 ফোনটি।

দারুন সব ফিচার সহ এই ফোনটি 2019 সালের 18 অক্টোবর বাজারে রিলিজ করা হয়।ফোনটি রিলিজ করার সাথে সাথে এটি ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্যবহারকারীদের সংখ্যা ও ক্রেতার সংখ্যাও বেড়ে যায়। এর মূল কারণ হচ্ছে খুবই কম দামে দারুন সব সুযোগ-সুবিধা এর জন্য।

বিস্তারিত-

ডিসপ্লে – ৬.৩৫ ইঞ্চি
এন্ড্রোয়েড-৯
ব্যাটারি-৫০০০mAh (নন রিমোভেল)
ক্যামেরা-১৩ মেগাপিক্সেল,২ মেগাপিক্সেল (back side)
৮ মেগাপিক্সেল(selfe)
প্রসেসর-Qualcomn SDM4 39 snapdragon 439 octa core (2X1.95GHz cortex-A53+6X1.45GHz cortex A53)
স্টোরেজ – ৩ জি.বি. RAm ৩২ জি.বি রম
রং-মিনারেল ব্লু,লাল
জিপিএস-আছে
ওয়াইফাই-আছে
ব্লুটুথ-আছে
জিপিএস-আছে
ইউএসবি-আছে
ওটিজি-আছে
সিম-ডুয়েল(৩জি,৪জি)
এসডি কার্ড-আছে
ফ্রিঙ্গারপ্রিন্ট-আছে

এছাড়া এই মোবাইল এ আপনি একসাথে দুটো অ্যাপ চালাতে পারবেন।যা সচরাচর অন্যান্য মোবাইল এই সিস্টেম দেখা যায় না।এমনকি গান ও গেমস এর আওয়াজ একসাথে শুনতে পারবেন অথার্ৎ একসাথে দুটো অডিও প্রসেস করতে পারে।
এছাড়া আইপ্রোটেকশন,ফোন কুলিং সিস্টেম, কিউ-আর কোড স্ক্যানার, সফটওয়্যার আপডেট সহ আরও অনেক সুবিধা আছে।

আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।

আপনারা যারা মোবাইল কেনার কথা ভাবছেন তারা এই মোবাইল টি কিনতে পারেন।

আবারো হাজির হবো অন্য কোনো পোস্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।
ধন্যবাদ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন