Cheap price backlink from grathor: info@grathor.com

করোনায় ‘মৃত’: বাড়ি ফিরলেন জীবিত

করোনার মৃত্যুর পরেও জীবিত অবস্থায় ফিরে এসেছিল
স্পেনের ৮৫ বছর বয়সী মহিলা। করোনায় মারা যাওয়ার ১০ দিন পরে জীবিত বাড়ি ফিরেছিলেন। পরিবারের সবাই তাকে দেখে অবাক!

শনিবার ৮৫ বছর বয়সী রোজেলিয়া উত্তর স্পেনের এক নার্সিং হোম থেকে সুস্থ হয়ে ফিরে আসায় তার স্বামী ভীষণ অবাক আর আনন্দে আত্মহারা। সে বিশ্বাস করতে পারছিল না যে সে তার কাছে ফিরে এসেছে। রোজেলিয়ার স্বামী রামন ব্লাঙ্কোও একই নার্সিংহোমে ছিলেন এবং স্ত্রীর মৃত্যুর কথা শুনে তিনি অনেক কাঁদলেন।
পরিবারকে জানানো হয়েছিল যে করোনায় আক্রান্ত রোজেলিয়া ব্লাঙ্কো ১৩ ই জানুয়ারি মারা গেছেন। পরের দিন তাঁর দাফন করা হবে। করোনার কারণে পরিবারের কেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
নার্সিং হোমটি পরিচালনা করে সান রোজেন্ডো ফাউন্ডেশন, এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিং হোমে রোজেলিয়াসহ যাদের কভিড পজিটিভ ধরা পড়ে তাদের সবাইকে বিশেষ চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর অন্য একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। জোভ থেকে পেরেইরো ডি আগুয়ারে স্থানান্তরকালে কাছাকাছি দুই নার্সিং হোম থেকে দুইজন বৃদ্ধাকে স্থানান্তর করে একই রুমে রাখার সময় এই নাম, পরিচয়ের বিভ্রান্তি ঘটেছে।

Related Posts

6 Comments

Leave a Reply