করোনা ভাইরাস নিয়ে যত গুজব

মহামারী করোনা ভাইরাস দিন দিন যেভাবে উন্নতি করছে এতে যেমন মানুষের ক্ষতি হচ্ছে তেমনি ধ্বস নামছে সচল অর্থনীতিতে। মহামারী এই ভাইরাস সোশ্যাল মিডিয়াতে যেভাবে তোলপাড় সৃষ্টি করেছে তেমনি ভুয়া নিউজের মাধ্যমে আতংক ছড়িয়েছে মানুষের মাঝে।এই পরিস্থিতিতে কী করলে করোনার গ্রাস থেকে বাঁচা যায়, তাই নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানারকম ভুল তথ্য। 

তাই আজকের এই পোষ্টে আলোচনা করবো করোনা সম্পর্কে কিছু গুজব নিয়ে।

1. ত্বকে ক্লোরিন বা অ্যালকোহল স্প্রে করলে শরীরে ভাইরাস মারা যায়।
2. শুধুমাত্র বয়স্ক প্রাপ্তবয়স্ক এবং অল্প বয়স্ক লোকেরা ঝুঁকিতে রয়েছেন।
3. শিশুরা COVID-19 এ আক্রান্ত হয় না।
4. COVID-19 ঠিক ফ্লুর মতো।
5. COVID-19 হলে প্রত্যেকে মারা যায়।
6. বিড়াল এবং কুকুরের মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস।
7. ফেস মাস্ক করোনভাইরাস থেকে রক্ষা করে।
8. হ্যান্ড ড্রায়ার করোনা ভাইরাসকে হত্যা করতে পারে।
9. আপনি কারও সাথে ১০ মিনিট ধরে থাকলে ভাইরাসটি আপনার দেহেও সংক্রমিত হবে।
10. স্যালাইন পানি দিয়ে নাক ধৌত করলে করোনোভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়।
11. আদা করোনা ভাইরাস থেকে রক্ষা করে।
12. এন্টিবায়োটিক খেলে করোনাভাইরাস মারা যায়।
13. থারমাল স্ক্যানারগুলি করোনভাইরাস নির্ণয় করতে পারে।
14. চাইনিজ খাবার খাওয়া থেকে করোনভাইরাস ছড়িয়ে পড়েছে।
15. প্রস্রাব এবং মল থেকে করোনাভাইরাস নির্ণয় করা যায়।
16. তাপমাত্রা বাড়লে ভাইরাসটি মারা যাবে।
17. ফ্লু এবং নিউমোনিয়ার ভ্যাকসিনগুলি COVID-19 এর বিরুদ্ধে সুরক্ষা দেয়।
18. করোনাভাইরাস এর প্রাদুর্ভাব শুরু হয়েছিল কারণ লোকেরা বাদুড়ের স্যুপ খেয়েছিল।
19. সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়েছে। সেখানে লেখা অধিক যৌনকর্ম করলে এই ভাইরাস থেকে মুক্তি মিলবে।
20. সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুয়া তথ্যও ছড়িয়েছিল। ঘটনা অস্ট্রেলিয়ার। ফেসবুকের এক ব্যবহারকারী বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য লোকদের উচিত কনডম ব্যবহার করা।

Related Posts