কিভাবে বাচতে হবে নিউমোনিয়া থেকে।

                                                             বাচতে হলে জানতে হবে 

বর্তমান ঠাণ্ডার সময়ে যে রোগটা বেশি দেখা জায় তা হলো নিউমোনিয়া।চলুন আজকে জেনে আসি নিউমোনিয়া সম্পর্কে।

নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ।অনেক ঠাণ্ডা লাগলে এই রোগ হয়।হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা জায়।শিশু অ বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ।চলুন জেনে আসি এই রোগের লক্ষন গুলো।

১,কাশি বা শ্বাসকষ্ট হয়।

২,দেহের তাপমাত্রা বেশি হয় অর্থাৎ জ্বর হয়।

৩,ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়।

৪,চুরান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয়,মারাত্তক শ্বাসকষ্ট হয়

যেভাবে প্রতিকার করা যায়,

১,বেশি করে পানি পান করানো।

২,তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো।

৩,ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসা করা।

আর প্রতিরোধে আমরা যা করবো,

১,ধুমপান পরিহার করা।

২,আলো ও বাতাস পূর্ণ গৃহে বসবাস করা।

৩,শিশু ও বয়স্কদের যেন ঠাণ্ডা না লাগে সেদিকে লক্ষ রাখা।

৪,রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা।

 

সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন।

 

Related Posts

6 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন