কুকুর সম্পর্কে কিছু জানা-অজানা প্রশ্নের উত্তর

প্রাণিজগতের খুবই পরিচিত একটি প্রাণী হচ্ছে কুকুর। এই কুকুরের আচার আচরণ আমাদের নানা প্রশ্নের উদ্রেক করে। এখন কুকুর সম্পর্কে উদয় হওয়া কিছু প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে।

কুকুর হাঁপায় কেন?

গ্রীষ্মকালে কুকুরকে নিশ্চয়ই হাঁপাতে দেখেছেন। কিন্তু কেন হাঁপায় তা কি কখনও জানার চেষ্টা করেছেন? এখন জানবেন এ সম্পর্কে।

জীবজগতে স্তন্যপায়ী প্রাণী ও পাখিরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। দেহে তাপ সর্বদা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে এদের দেহ ক্রমাগত উৎপাদিত তাপের একাংশ ত্বকের নিচের ঘাম নির্গমনকারী গ্রন্থি দিয়ে ঘাম রূপে বেরিয়ে যায় ও দেহকে শীতল রাখে। কুকুরের গ্রন্থি কম থাকায় এরা জিহ্বা ঝুলিয়ে রাখে এবং হাঁপানোর মাধ্যমে নাক দিয়ে বাতাস গ্রহণ ও মুখ দিয়ে তা বের করে দিয়ে দেহ শীতল করে।

গরমে কুকুর জিহ্বা বের করে দৌঁড়ায় কেন?

গরমে কুকুরের দেহ উত্তপ্ত হলে জিহ্বাস্থ লালা বাষ্পীভবনের মাধ্যমে দেহ থেকে তাপ শোষণ করে এবং দেহকে শীতল করে। তাই গরমে কুকুর জিহ্বা বের করে দৌঁড়ায়।

কুকুরের দাঁত সহজে নষ্ট হয় না কেন?

কুকুরের লেজের কাছাকাছি ত্বকে বিশেষ এক ধরনের গ্রন্থি রয়েছে যাতে ফ্লোরাইডের মত এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। স্বভাবগত কারণেই কুকুর যখন লেজের আশেপাশে কামড়ায় তখন এ পদার্থ দাঁতে লাগে। এভাবেই কুকুরের দাঁত ভালো থাকে।

তথ্যসূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, জুন – ২০১৯।

Related Posts

8 Comments

মন্তব্য করুন