গুগল ম্যাপে আপনার এলাকার ও ঘর বাড়ির লোকেশন যোগ করুন ২ মিনিটেই !

 

আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যেটা সম্পর্কে হয়তো আপনারা অনেক আগে থেকেই জানেন আবার অনেকেই জানেন না। এটা হল গুগল ম্যাপ আপনি কি এখন জানেন বেশিরভাগ যারা ইন্টারনেট ব্যবহার করে তারা বর্তমানে কোথাও যাইতে গেলে কত কিলোমিটার দূরত্ব হবে এবং কোন দিকে যাইতে হবে সে কি ভুল পথে যাচ্ছে কি সঠিক পদ্ধতি সমস্ত বিষয়ে আর মানুষের কাছে শুনতে হয় না। গুগল ম্যাপের সাহায্যে সেটা বুঝতে পারা যায় আর গুগল ম্যাপের মাধ্যমে আপনি সঠিক লক্ষ্য অর্থাৎ আপনার নির্ধারিত স্থানে পৌঁছে যাবেন। শুধুমাত্র করে মার্ক করে অর্থাৎ আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন এটা আপনি চিহ্নিত করে দিলে গুগল ম্যাপ আপনার পথ দেখিয়ে দিবে যে আপনি কত দূরত্ব যাচ্ছেন এবং কত সময় লাগবে সেখানে যেতে। আপনি কি সঠিক পথে যাচ্ছেন কিনা বেঠিক পথে আপনাকে দেখিয়ে দেবে সেই বিষয়টি অর্থাৎ আপনার পথ কে আপনি যখন গুগল ম্যাপে ঢুকবেন কখন দেখবেন আপনার এলাকার যে সমস্ত বড় বড় রেস্তোরাঁ হোটেল অথবা শপিং কোন জায়গাই আছে, বা বড় দোকান আছে আপনি দেখতে পাবেন সেই বড় দোকান শপিং স্থানগুলো গুগল ম্যাপে অ্যাড করা। আপনি তাদের লোকেশন এবং নাম সবকিছুই বৃত্তান্ত দেখতে পাবেন আপনি হয়তো এমন চান আপনার বাড়িটা অথবা আপনার এলাকার রাস্তাঘাট গুগল ম্যাপে যোগ করতে হ্যাঁ আপনি ঠিকই বুঝছেন যে এখন থেকে আপনি এই গুলা অর্থাৎ আপনার বাড়ির লোকেশন এমনকি আপনার ঘরবাড়ি গুগল ম্যাপ এড করার জন্য আপনার কষ্ট করতে হবেনা। জাস্ট দুই থেকে তিন মিনিটে। তো চলুন দেখে নেয়া যাক আপনি আপনার এলাকার লোকেশনগুলো কিভাবে গুগল ম্যাপে সহজে অ্যাড করে নেবেন এটার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে গুগল ম্যাপ অ্যাপটি আপডেট করে নিবেন। বিস্তারিত যোগ করা দেখতে ক্লিক করুন ভিডিও দেখুন বিস্তারিত

তাহলে এখন থেকে আপনার অলিগলি এমনকি আপনার বন্ধু-বান্ধবের সকলের বাড়ি রাস্তাঘাটে এড করে দিতে পারেন। আপনি লোকেশন এর জায়গায় থেকে তাহলে যদি মার্কবাবে ভাবে এড করতে দেন তাহলে আপনার পুরো এলাকাটা গুগল ম্যাপে এড হয়ে যাবে। বিষয়গুলো বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আশা করছি হেল্প করব। মূলত একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো আপনি যখন আপনার এলাকা ঘড়বারি গুগল ম্যাপে এড করবেন তখন আপনার আশেপাশের লোকেশন বা রাস্তাঘাটে ঠিকানাগুলো দিবেন না হলে কিন্তু মিসটেক হয়ে আপনার এলাকা বাঘরবারি গুলো অন্য এলাকার ভিতরে লোকেশন টা অ্যাড হয়ে যেতে পারে।।
Thanks! “”””

 

 

 

 

 

 

 

 

 

Related Posts