জেনে নিন ৫ টি এনড্রয়েড টিপস!

বর্তমান যুগে আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।
এই এন্ড্রয়েড ফোনগুলোকে আরো সহজে ব্যবহারযোগ্য করে তোলার জন্য কিছু টিপস আজকে শেয়ার করব।
চলুন দেখে নেয়া যাক সেগুলো :

 

**১. যেকোনো ফোন থেকে আপনার ছবিগুলো খুঁজে পাবেন সহজেই!

আমরা অনেক সময় পুরোতন ছবি হারিয়ে ফেলি কিংবা ফোন হারিয়ে গেলে সাথে ছবিগুলোও হারিয়ে যায়!গুগল তাই আমাদের ছবিগুলো ব্যাক আপ করে রাখার সুবিধা চালু করেছে। চাইলে আপনি আপনার সব ছবি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যেকোনো জায়গা থেকে সেগুলো ব্রাউস ও করতে পারবে!

  • তার জন্য আপনার ফোনের গুগল ফটো এপটিতে যান। তারপর  ‘≡’ মেন্যুতে ক্লিক করে সেটিংসে যান। সেখান থেকে ‘ব্যাকআপ এন্ড সিংক’ অপশনে ক্লিক করুন! ব্যাস কাজ শেষ!
    তারপর আপনি যেকোনো ফোন থেকে আপনার জিমেইল একাউন্ট ও গুগল ফটো এপ ব্যবহার করে আপনার ছবি গুলো দেখতে পারবেন।

**২.শুধু ভয়েস দিয়েই ব্যবহার করুন আপনার ফোন!

আপনি কি শুধু আপনার আওয়াজ দিয়ে মোবাইল ব্যবহার করতে চান? তাহলে এটি আপনার জন্য!

  •  গুগল এপের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করুন।
  • উপরে বাম দিকে ‘ ≡ ‘ এই মেন্যুতে ক্লিক করুন
  •  সেটিংসে এ গিয়ে ‘ভয়েস’ এ ক্লিক করুন।
  •  তারপর ‘ওকে গুগল’ এ ক্লিক করুন!

এভাবে আপনি নিজের মতো করে এলার্ম দেয়া, কাউকে কল দেয়া, রিংটোন পাল্টানো ইত্যাদি করতে পারবেন।

**৩.হারানো ডিভাইসটি খুঁজে পাবেন সহজেই!

  •  android.com/find এখানে সাইন ইন করে আপনার বর্তমান ডিভাইসটি সিলেক্ট করে দিন।
  • তারপর আপনি এখান থেকে আপনার ডিভাইসের লোকেশন সহজেই খুঁজে পাবেন,চাইলে ডিভাইসের সব ডাটা ও মুছে দিতে পারবেন।

**৪.চার্জ টিকে থাকবে দীর্ঘক্ষণ

এন্ড্রয়েড নিয়ে এলো চার্জ টিকিয়ে রাখার অভিনব উপায়, যা হলো পাওয়ার সেভার বা ব্যাটারি সেভার মোড। এরমাধ্যমে এন্ড্রয়েড আপনার ব্যাকগ্রাউন্ড এপের কাজগুলো সীমিত করে দেয়।

  • মোবাইলের ‘সেটিংস’ এ গিয়ে ‘ব্যাটারি’ অপশনে ক্লিক করুন।
  • ‘পাওয়ার সেভিং’ এ ক্লিক করে অন করে দিন!

ব্যাস, এভাবে আপনি তুলনামূলক বেশি সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন।

**৫.মোবাইল দ্রুত চার্জ দিন।

প্রায়ই দেখা যায় মোবাইল  চার্জ দিতে অনেক সময় লেগে যায়। কিন্তু আজকালকার ব্যাস্ত সমাজে আমরা সবকিছুই তাড়াতাড়ি করতে চাই! তাই এন্ড্রয়েডের কিছু মোবাইলে তারা দ্রুত চার্জ দেয়ার পদ্ধতি চালু করেছে।

  • চার্জার প্লাগিন করার পর ডিভাইসের সেটিংস এপ এ যান।
  • ‘ব্যাটারি সেটিংস’ এ ক্লিক করুন।
  • ‘র‍্যাপিড চার্জ’ অপশন টিতে ক্লিক করুন৷

আজ এপর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Related Posts

14 Comments

মন্তব্য করুন