টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড

টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড

টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড

আপনার সিম থেকে অহেতুক টাকা কেটে নিচ্ছে তাই না !
আপনি খুব উত্তেজিত হয়ে আছেন এই বিষয় টা নিয়ে তাই না ?

কিভাবে এতো টাকা কেটে নিচ্ছে । কেনো কাটছে টাকা ?আবার অনেকে গালি দেয়। আবার অনেকে মনে করে তাদের বাচ্চা রা চাপতে চাপতে টাকা শেষ করেছে।

আসলে সত্য টা হলো – এমনি তেই এসকল সার্ভিস চালু হয়ে যায়। আর যারা ইন্টারনেট চালান তাদের তো এটা নিত্য দিনের সংগী। আর এভাবে টাকা কেটে নিলে মেজাস টা বিগড়ে যায় ।

তাহলে আমরা তার উপায় টা জেনে নিই কি বলেন|

এই পদ্বতি টা সকল অপারেটরের জন্যে প্রযোজ্য । জিপিতে ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায়: এমন অফার বার বার আসেনা

প্রথমে আপনি মেসেজ অপসনে চলে যান তারপর “stop all” লিখে ৬৮৮৮ নাম্বারে পাঠিয়ে দিন তারপরে একটা কনফারমেশন মেসেজ আসবে , সেখানে বলা থাকবে আপনি ৭২ ঘন্টার মধ্যে আপনার সার্ভিস টি বন্ধ করে দিবে ।

আর যদি টাকা কাটতে থাকে তাহলে আপনি আপনার সিমে টাকা উঠানো বাদ দিয়ে দিবেন । ৭২ ঘন্টা পরে তুলবেন তারপর আর কাটবেনা টাকা। Grathor FB Page

At least. Thanks. See you Next tutorials.

Related Posts