টুইটার যখন একইসাথে সামাজিক এবং মার্কেটিং সাইট

বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল সাইটের নাম হচ্ছে টুইটার | বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে মিনিমাম ২২১ কোটি | এই সাইটটিতে একাউন্ট খোলার মাধ্যমে সারা বিশ্বের যে কোনো খবর সম্পর্কে আপনি জানতে পারবেন |

এই সোশ্যাল মিডিয়াটি ব্যবহার করার মাধ্যমে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন মানুষকে ফলো করতে পারবেন তাদের যেকোনো পোস্ট আপনাদের ভালো লাগলে তাতে আপনারা টুইট অপসন এর মাধ্যমে টুইট করতে পারবেন | টুইটার আপনার বিজনেস এ সাফল্য আনার জন্য একটি অন্যতম জনপ্রিয় সাইট | এই সাইটটির মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট এর অগণিত কাস্টমার বাড়াতে পারবেন | টুইট অপসন এর মাধ্যমে আপনি আপনার বিজনেস পোস্টটিকে বিভিন্ন পেজ এ # ট্যাগের মাধ্যমে শেয়ার করতে পারবেন যার মাধ্যমে আপনার প্রোডাক্টটি ভিউ হবে অসংখ্য কাস্টমার দ্বারা |এছাড়াও আপনি টুইটার এর মাধ্যমে প্রোডাক্ট কেনাকাটাও করতে পারবেন |বলতে গেলে টুইটার একটি সোশ্যাল সাইটের পাশাপাশি বর্তমানে একটি মার্কেটিং সাইট হিসেবেও অনেক বেশি ভূমিকা পালন করছে |

সাম্প্রতিককালে নতুন দুই ফিচারের মাধ্যমে টুইটার এ আসছে আরো অনেক পরিবর্তন | সেই ফিচার দুটি হলো প্রেজেন্স যার দ্বারা টুইটার ব্যবহারকারীরা যাদের ফলো করছেন তাদের সাথে সংযুক্ত হতে পারবেন এবং অন্যটি হলো থ্রেডিং যার দ্বারা টুইটার ব্যবহারকারীরা কমেন্টস গুলোতে অংশ নিতে পারবেন ফেইসবুক এর মতো থ্রেডের মাধ্যমে |

অনুমান করা যায় যে নতুন পরিবর্তনগুলোর মাধ্যমে ভবিষ্যতে টুইটার হবে সব থেকে জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি সাইট এবং পাশাপাশি এটি হতে পারে ফেসবুকের মতন বড় বড় সোশ্যাল মিডিয়া সাইটগুলোর প্রতিযোগী |

Related Posts

11 Comments

মন্তব্য করুন