প্রায় আমরা মোবাইল থেকে বিভিন্ন ফটো ডিলিট করে ফেলি। অনেক সময় ভুল করে আমরা মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি।
এতে করে আমাদের দরকারি ডকুমেন্ট সহ বিভিন্ন ফটো হারিয়ে যায়। অনেক সময় দেখা যায় কাজের জিনিস হারিয়ে যায়।
যেহেতু স্মার্টফোন এর জগতে রাজত্ব করছে এন্ড্রয়েড ফোন।
এখানে আমরা শুধু এন্ড্রয়েড ফোন এর রিকভারি প্রসেস নিয়ে আলোচনা করবো।
কীভাবে আপনি ফিরিয়ে আনবেন আপনার এন্ড্রয়েড ফোনে থেকে
ডিলিট হওয়া ফাইল, ফটো, ভিডিও।
একটি এপ্লিকেশন এর মাধ্যমে
Disk Digger Pro
Disk Digger Pro কীভাবে ব্যবহার করবেন।
প্রায় দুই থেকে তিন বছর ধরে জনপ্রিয়তার
শীর্ষে থাকার পরেও ফাইল রিকভারি এর সেরা এপ্লিকেশন Disk Digger এর বেটা ভার্সন ছিল।
কিন্তু নিকট অতীতে একটা পুর্ণাঙ্গ ভার্সন প্রকাশ পায়। Disk Digger Pro l
যায় কাজ নিয়ে কারই সন্দেহ নেই।কারন ফাইল রিকভারি জন্য প্রথম পছন্দ হল এই এপ্লিকেশন।এর মাধ্যমে আপনি আপনার সকল ফরম্যাট এর অডিও, ভিডিও, ফটো ফিরিয়ে আনতে পারবেন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন এর মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিন।
১. ডাউনলোড করার পর, install করার পরে ওপেন করে নিন। ওপেন করার পর চাইলে রুট পারমিশন গ্রেনটেড করে নিতে পারেন।
২.এবার দেখবেন আপনার ফোন এ storage/HD storage show করছে । যদি আপনার HD storage থেকে হারিয়ে যায় তাহলে storage/HD card 0 , সিলেক্ট করুন।আর যদি ফোন থেকে কিছু হারিয়ে যায় তাহলে storage/ HD card 1 , সিলেক্ট করুন।
3.এবার একটি পেজ আসবে । সেখানে অনেক রকম ফরম্যাট থাকবে। এবার আপনি যে ফরম্যাট এর ফাইল ফেরত পেতে চান সেই ফরম্যাটে ক্লিক করুন। তারপর ওকে করে নিন।
৪.এবার দেখবেন সার্চ হচ্ছে । সার্চ এর পরে যে ফাইল আসবে তা ওপেন করুন।
৫.এবার আপনার যে ফাইল টি ফেরত পেতে চান সেটার সাইটে থাকা কর্নার বাটন এ ক্লিক করুন। কিছু অপশন আসবে । অপশন আসার পর সেই অপশন গুলো থেকে সেভ দিস ফাইল লুকাল্লি তে ক্লিক করুন।
৬.এবার যে ডাইরেক্টরি তে ফাইল টি সেভ করতে চান সেখানে গিয়ে ফোল্ডার সিলেক্ট করুন। ফোল্ডার সিলেক্ট করার পর ওকে তে ক্লিক করুন। এবার দেখবেন একটি ওয়ার্নিং আসবে।ওকে তে ক্লিক করুন।বিগ ফাইল হলে সেভ হতে একটু সময় নিবে ।তা ছাড়া ফাইল সেভ হয়ে গেলে ছোট একটি পপ আপ নটিফিকেশ আসবে।
ব্যস এই ভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফাইল, ফটো, ফিরে পেতে পারেন ।
বি: দ্র: এটা শুধু এন্ড্রয়েড ডিভাইস এর ক্ষেত্রে কাজ করে । অন্যান্য ডিভাইস এর ক্ষেত্রে নয়।