“ডিলেট করুন ফেসবুক”

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?
ইদানিং তেমন একটা সময় দিতে পারছিনা অনলাইনে, তার অনেক গুলোই কারন, তার পরেও আজকে একটু সময় পাওয়াতে বসে গেলাম ট্রিক লিখতে।
.
আজকের ট্রিক
“কি ভাবে ফেসবুক আইডি চির জীবনের জন্য বন্ধ করতে হয়”
.
আমরা অনেক সময় নিজের আইডি ডিয়েক্টিভ করে রাখি ,হইতো কারো উপর রাগ করে, না হয় বিভিন্ন প্যারায় পরে, কিন্তু সারা জীবন ভর-অ যদি আমরা আইডি ডিয়েক্টিভ করে রাখি আমাদের চ্যাট গুলো থেকে যাবে, ডিয়েক্টিভ করে রাখলেও। কিন্তু এমন অ মন চাই আমার আইডি টা ডিলেট করে দিতে পারতাম, ভালো হতো, আজ আমি আপনাদের কে যে ট্রিক শিখাব এটাতে ফেসবুক কতৃপক্ষ আপনার ফিরে আসার জন্য ৩০ দিন অপেক্ষা করবে, তার মাঝে যদি আপনি লগিন না করেন তাহলেই বন্ধ করে দিবে আপনার ফেসবুক,
তার জন্য আপনাকে যা করতে হবে,
*ফেসবুক এপ্স থেকে লগিন করুন,
★ডান পাশে উপরে দেখুন = এই রকম একটা ৩ ডট আইকন আছে।ওখানে ক্লিক করুন।
এবার চলে আসুন নিচের দিকে।
settings & privacy লেখা আছে দেখুন।
সেটাতে ক্লিক করুন।
এখান থেকে settings খুঁজে বাহির করুন, আর ক্লিক করুন।
একটু নিচের দিকে আসুন
দেখুন লেখা আছে
account ownership & control এখানে ক্লিক করুন।
deactivation & deletion তার পর এটাতে, এখন আপনি কি ডিয়েক্টিভ করবেন নাকি ডিলেট করবেন সিলেক্টেড করুন, আর নিচে সেটা ক্লিক করুন, পাসওয়ার্ড দিন, আবার ক্লিক করুন, কাজ শেষ, এই ছিল আজকের ট্রিক, ট্রিক যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন প্লিজ।
আল্লাহ হাফেজ

Related Posts

6 Comments

  1. জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
    https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/

মন্তব্য করুন