ডেটা ট্রান্সমিশন কি ? প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কিভাবে কাজ করে দেখে নেন

ডেটা ট্রান্সমিশন মেথড

উৎস থেকে গন্তব্য পাঠানোর বেশ কয়কটি পদ্ধতি আছে । প্রতি বাএ একসাথে কত বিট ডেটা পাঠানো যায় তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের দুটি উপায় আছে ।
যথা ঃ
প্যারালাল ডেটা ট্রান্সমিশন ঃ যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে । এই পদ্ধতি একাধিক তাদের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয় । সাধারনত এ ট্রান্সমিশনে ৮বিট ১৬ বিট বা ৩২ বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে । দূরত্ব বেশি হলে এই পদ্ধতিতে অনেক তারের খরচ লাগে বলে এই পদ্ধতি ব্যবহার করা মূল্য সাশ্রয়ী নয় । প্রিন্টারে ডেটা পাঠানো জন্য প্র্যারালাল পদ্ধতি ব্যবহারিত হয় ।
সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ঃ যে ট্রান্সমিশনে ডেটা তথ্য পর্যায়ক্রমে ১ বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে । এই পদ্ধতিতে একসাথে আট বিট ডেটা পাঠানো হয়ে থাকে ।উৎস থেকে গন্তব্য পর্যন্ত দূরত্ব বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোন উপায় নাই ।
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারে মধ্যে এমন একটি সমঝোত থাক দরকার যাতে সিগনাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে । বিটের শুরু ও শেষ বুঝতে পারে না ।বিটের শুরু ও শেষে বুঝতে না পারলে  গ্রহীতা কম্পিউটার সেই সিগনাল থেকে ডেটা পুনরুদ্ধার পারে না । এই সিগনাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহার পদ্ধতিকে বলা হয় সিনক্রোইজেশন । সিনক্রোইজেশন  উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে তিনভাগে ভাগ করা যায় ঃ 
  • অ্যাসিনক্রোয়ান ট্রান্সমিশন
  • সিনক্রোনাস ট্রান্সমিশন
  • আইসোক্রোনাস ট্রান্সমিশন

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ঃ যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে

কিবোর্ড থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেক প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য এ পদ্ধতি ব্যবহার হয় ।
এ ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো 
  • যেকোন সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক প্রাপক তা গ্রহন করতে পারে ।
  • প্রতিটি ক্যারেক্টর এর সাথে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট পাঠানো হয় ।
  • কম ডেটা ট্রান্সমিশন এর ক্ষেত্তে বেশি উপযোগী ।
  • গতি কম
  • দক্ষতা কম।
  • প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ প্রয়োজন  হয় না ।
  • ডেটা চলাচল বন্ধ থাকলে মাধ্যমটি অব্যবহারিত অবস্থায় থাকে ।
  • খরচ তুলনা মূলক কম ।

অ্যাসিনক্রোয়ান ট্রান্সমিশনের সুবিধাসমূহ ঃ

  • যে কোন সময় প্রেরক ডেটা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহন করতে পারে ।
  • ডেটা ইনপুট করার পর তা সংরক্ষনের জন্য ডেটা বাফার রেজিস্টার প্রয়োজন হয় না ।
  • ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোন প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না ।
  • এটির ইন্সটলেশন অত্যন্ত কম।

অ্যাসিনক্রোয়ান ট্রান্সমিশনের অসুবিধাসমূহ

  • যখন ডেটা স্থানান্তর কাজ বন্ধ থাকে তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারনে অব্যবহারিত অবস্থায় পড়ে থাকে যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যামে ক্ষেত্তে অত্যন্ত ব্যয়বহুল ।
  • সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম । ডেটা ট্রান্সমিশনে গতি কম।
  • ডেটা ট্রান্সমিশনে ভুল হবার সম্ভবনা বেশি থাকে ।

 

Related Posts

9 Comments

মন্তব্য করুন