দ্বিতীয় সপ্তাহের নবম শ্রেণির জীববিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর-

 

 

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।

আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি ৯ম শ্রেনির জীবববিজ্ঞান অ্যাসাইমেন্ট এর উত্তর নিয়ে-

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-

নিচের সংকেতগুলো অনুসরণ করে –

মারগুলিস এর শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলকভাবে ছকে উপস্থাপন করো এবং নিচে উল্লিখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যে অন্তর্ভুক্ত করো।

ছকে দেখাও।

সংকেত –

নিজের বৈশিষ্ট্য আলোকে রাজ্য নির্বাচন করো-

১-কোষের প্রকৃতিও সংখ্যা

২/নিউক্লিয়াসের গঠন

৩- সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ

৪- কোষ বিভাজন

৫- খাদ্যভ্যাস

৬-জনন পদ্ধতি

৭-গঠন।

★কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও-

১- আম গাছ

২- আমাশয়ের জীবাণু

৩- দোয়েল

৪-রাইজোবোম

৫-মিউকর

৬-সাইকাস

৭-শামুক

৮-অ্যাগরিকাস

৯-নিউমোক্কাস

১০- স্পাইরোগাইরা।

 

মনেরা-

১/ এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল।

২/নিউক্লিয়াসের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস থাকে না।

৩/ কোষের প্লাস্টিড, মাইক্রোকন্ডিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই কিন্তু রাইবোজোম আছে।

৪/দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়।

৫/পরভোজী, শোষন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে।

৬/অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে।

৭/ভ্রণ গঠিত হয় না।

প্রোটিস্টা –

১/এককোষী ও বহুকোষী।

২/ নিউক্লিয়াসের ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত্ত ও নিউক্লিওলাস থাকে।

৩/কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু রয়েছে।

৪/ মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়।

৫/পরভোজী এবং স্বভোজী। শোষণ ও ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে।

৬/যৌন, অযৌন্য প্রক্রিয়ায় প্রজনন ঘটে।

৭/ভ্রণ গঠিত হয় না।

ফানজাই-

১/ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।

২/ নিউক্লিয়াসের ক্রোমাটিন থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।

৩/ প্লাস্টিড ছাড়া এদের কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে।

৪/ অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়।

৫/মৃতজীবী বা পরজীবী বা মিথোজীবী।শোষন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে।

৬/ যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে।

৭/ভ্রন গঠিত হয়।

প্লান্টি-

১/ বহুকোষী।

২/ নিউক্লিয়াসের ক্রোমাটিন বস্তু থাকে নিউক্লিয়ার পর্দা আবৃত্ত এবং নিউক্লিওলাস থাকে।

৩/ কোষের সকল ধরনের কোষ অঙ্গাণু রয়েছে।

৪/ মাইটোসিস প্রক্রিয়া দেহ কোষ এবং মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ বিভাজিত হয়।

৫/ স্বভোজী। নিজের খাদ্য নিজে তৈরি করে।

৬/যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে
৭/ভ্রন গঠিত হয়।

অ্যানিমেলিয়া –

১/বহুকোষী

২/নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে নিউক্লিয়ার পর্দা আবৃত্ত এবং নিউক্লিওলাস থাকে।

৩/ প্লাস্টিড, কোষ প্রাচীর ও কোষ গহ্বর ছাড়া সকল অঙ্গানু থাকে।

৪/ মাইটোসিস প্রক্রিয়া দেহ কোষ এবং মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ বিভাজিত হয়।

৫/ পরভোজী অর্থাৎ হেটারোট্রফিক।

৬/যৌন প্রক্রিয়া প্রজনন ঘটে।
৭/ভ্রন গঠিত হয়।

১.আম গাছ -প্ল্যান্টি

২. আমাশয়ের জীবাণু- প্রোটিস্টা

৩.দোয়েল -অ্যানিম্যালিয়া

৪. রাইজোবিয়াম- মনেরা

৫. মিউকর -ফানজাই

৬. সাইকাস- প্ল্যান্টি

৭. শামুক -অ্যানিমেলিয়া

৮. এগারিকাস -ফানজাই

৯. নিউমোক্কাস-মনেরা

১০.স্পাইরোগাইরা- প্ল্যান্টি

সবাইকে ধন্যবাদ।

Related Posts

2 Comments

মন্তব্য করুন