নকিব সাহেবের মধ্যে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে?ব্যাখ্যা কর।

উত্তরঃ সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। ব্যাপক অর্থে মানবকল্যান ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবা নামে পরিচিত।

ভাঙা রাস্তা মেরামত করা,নতুন রাস্তা নির্মানে সাহায্য করা,পুল সাকো নির্মাণ করা,রুগ্ন ব্যাক্তিকে সেবা করা, আহত ব্যক্তিদের চিকিৎসক এর কাছে পৌছে দেওয়া ইত্যাদি কর্মকান্ড সমাজসেবার অন্তর্ভুক্ত।

এ হিসবে নকিব সাহেবর কৃত কাজটি সমাজসেবার অন্তর্ভুক্ত। এ হিসেবে নকিব সাহেবের কাজটি সমাজ সেবামূলক কাজ। উদ্দীপক হতে দেখা যাচ্ছে নকিব সাহেব এবং তার বন্ধুরা নিজেদের উদ্যোগ এ রাস্তা সংস্কার করছে।

এ ধরণের কাজ সর্ব স্তরের জনগণের উপকারে আসে। আর এর দ্বারা আল্লাহ তা’য়ালার সাহায্য ও লাভ করা যায়। মহানবী (সঃ) বলেছেন,”আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করে যতক্ষণ যতক্ষণ বান্দা তার ভাইকে উপকার করে”।

উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, নকিব সাহেব এবং তার বন্ধুদের কতৃক কৃত কাজটি আখলাকে হামিদা এর সমাজসেবা প্রকাশ পেয়েছে।

Related Posts