নবম-দশম শ্রেণীর পড়াশোনা সংক্ষিপ্ত প্রশ্ন।(জীববিজ্ঞান)(অধ্যায় ১)(পর্ব ২)

আসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা?আশা করি সকলে ভালো আছেন।আবারও পড়াশোনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো।চলুন শুরু করা যাক।

অধ্যায়ঃ১ম (জীবন পাঠ)
বিষয়ঃজীববিজ্ঞান

 

১.প্রশ্নঃদ্বিপদ নামকরণের ভাষা কোনটি?
উত্তরঃল্যাটিন।

২.প্রশ্নঃকোনটির অবদান জীবনের সব ধাপে অনস্বীকার্য?
উত্তরঃকোষের

৩.প্রশ্নঃপ্রোটোজোয়া কোন জাতিভূক্ত?
উত্তরঃপ্রোটিস্টা।

৪.প্রশ্নঃএই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়?
উত্তরঃশ্রেণিবিন্যাস দ্বারা

৫.প্রশ্নঃযিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেন তার নাম কোথায় বসবে?
উত্তরঃউক্ত জীবের বৈজ্ঞানিক নামের পরে।

 

৬.প্রশ্নঃকোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
উত্তরঃব্যাকটেরিয়া।

৭.প্রশ্নঃপ্রোসিস্টা রাজ্যভুক্ত জবিদের অযৌন জনন কোন প্রক্রিয়ায় ঘটে?
উত্তরঃমাইটোসিস।

 

৮.প্রশ্নঃজীববিজ্ঞানের কোন শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়?
উত্তরঃভৌত জীববিজ্ঞান

 

৯.প্রশ্নঃআজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?
উত্তরঃপ্রায় ১৩ লক্ষ

১০.প্রশ্নঃকোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
উত্তরঃজীববিজ্ঞান

১১.প্রশ্নঃসুপার কিংডম-১: প্রোক্যারিওটা এর অন্তর্গত কয়টি রাজ্য বা কিংডম আছে?
উত্তরঃ১

১২.প্রশ্নঃকোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
উত্তরঃভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে।

১৩.প্রশ্নঃপরিবেশ বিপর্যয় রোধ করার উপায় কোনটি?
উত্তরঃইকোলজির প্রয়োগ।

১৪.প্রশ্নঃমনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?
উত্তরঃরাসায়নিক সংশ্লেষণ।

১৫.প্রশ্নঃআমাদের চারপাশে যা আছে তার সবকিছু নিয়ে আলোচনা হয় ফলিত জীববিদ্যার কোন শাখায়?
উত্তরঃপরিবেশ বিজ্ঞান।

১৬.প্রশ্নঃকত সালে লিনিয়াস চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন?
উত্তরঃ১৭৩৫

১৭.প্রশ্নঃকোনটি প্রকৃতি বিজ্ঞানের অন্যতম শাখা?
উত্তরঃজীববিজ্ঞান।

১৮..প্রশ্নঃ“মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি?
উত্তরঃনীলাভ সবুজ শৈবাল।

১৯.প্রশ্নঃজীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ নিয়ে গঠিত?
উত্তরঃ২

২০.প্রশ্নঃলিনিয়াস উপসালা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
উত্তরঃআনাতম্য

২১.প্রশ্নঃকত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয়?
উত্তরঃ১৭৫৮

২২.প্রশ্নঃজীবের ভৌগলিক বিস্তারের সাথে বূমন্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা কোনটি?
উত্তরঃজীবভূগোল

২৩.প্রশ্নঃজীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?
উত্তরঃজগৎ।

২৪.প্রশ্নঃকোন রাজ্যের জীবকোষের ক্রমোটিন থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?
উত্তরঃমনেরা

২৫.প্রশ্নঃজীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কে?
উত্তরঃআর এইচ হুইটটেকার

২৬.প্রশ্নঃদ্বিপদ নামের দ্বিতীয় অংশের প্রথম অক্ষর ও বাকি অক্ষরগুলো কী রকম হবে?
উত্তরঃসবগুলো বড়।

২৭.প্রশ্নঃজীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন কোন বিজ্ঞানী?
উত্তরঃটমাস কেভলিয়ার স্মিথ।

২৮.প্রশ্নঃহাঁটাচলার সময় পা পরিচালনার সাথে জড়িত কোনটি?
উত্তরঃপেশি

২৯.প্রশ্নঃশ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?
উত্তরঃপ্রজাতি।

৩০.প্রশ্নঃএন্ডোক্রাইনোলজিতে জীবদেহের কোনটির কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা করা হয়?
উত্তরঃহরমোনের।

৩১.প্রশ্নঃবৈজ্ঞানিক নামের কয়টি অংশ?
উত্তরঃ২টি

৩২.প্রশ্নঃজীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তরঃইভোলিউশন।

৩৩.প্রশ্নঃদেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?
উত্তরঃঅ্যানিমেলিয়া।

 

ধন্যবাদ।

Related Posts

11 Comments

মন্তব্য করুন