নবম-দশম শ্রেণীর “Right Forms of Verbs” আয়ত্ত করার সহজ কৌশল।। ২য় পর্ব

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের নবম-দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ টপিক “Right form of verbs” এর ২য় পর্ব নিয়ে। গত পর্বে আমি গুরুত্বপূর্ণ ৫টি রুল নিয়ে আলোচনা করেছিলাম, আজকের এই পর্বে আরো কিছু রুল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।অযথা কথা না বাড়িয়ে শুরু করা যাক।

  • RULE 1 : Sentence এ always,regularly,sometime,often,generally,daily,everyday,usually ইত্যাদি থাকলে সাধারণত এটি present indefinite tense এর হয়।
  • Example –
  • (i) The teacher (take) the class daily.
  • =The teacher takes the class daily
  • (ii)The passengers generally (wait) here
  • =The passengers generally wait here.
  • RULE 2: to be verb (যথাঃ am,is,are,was were) এর পরে মূল verb থাকলে এবং কর্তা যদি নিজে কাজ করে তবে সেক্ষেত্রে মূল verb এর সাথে ing যোগ হবে।
  • Example –
  • (i) The principle is (advise) us.
  • =The principle is advising us.
  • (ii) The travellers are (pass) the road.
  • The travellers are passing the road.
  • RULE 3: Be verb এরপর যদি principle verb(do verb) থাকে এবং উক্ত sentence এর কর্তা যদি নিজে কাজ না করে তবে সেক্ষেত্রে passive voice হবে অর্থাৎ ঐ do verb টি past participle হবে।
  • Example –
  • (i) The work was (do)
  • =The work was done
  • (ii)The door is (open) by Rana
  • =The door is opened by Rana.
  • RULE 4 : Had better,had rather,would better,would rather ইত্যাদির পরে প্রদত্ত verb এর present form হয় এবং To বাদ যায়।
  • Example –
  • (i) I had better (to go) there.
  • =I had better go there
  • (ii) You would rather (to leave) the place.
  • =You would rather leave the place.
  • RULE 5 : Each,Every,no,someone, one of থাকলে প্রদত্ত verb টি singular হয়।
  • Example –
  • (i)Everyone (to like) it.
  • =Everyone likes it
  • (ii)One of the boys (to have) gone
  • =One of the boys has gone.
  • RULE 6:Have,has,had,get,got,become ইত্যাদি (Causative verb) এর পরের verbটি সবসময় past participle হবে।
  • Example-
  • (i) I had the letter (to write)
  • =I had the letter written.
  • (ii) They got the work ( to do)
  • =They got the work done.

দুইটি পর্ব মিলে আমি গুরুত্বপূর্ণ রুল গুলোই আলোচনা করার চেষ্টা করেছি,আশা করি তোমরা যদি এই সবগুলো রুল ভালো করে বার বার অনুশীলন করো তাহলে পরীক্ষায় verb এর সঠিক form লিখতে কোন অসুবিধা হবে না।ধন্যবাদ লেখাটি মন দিয়ে পড়ার জন্য।

Related Posts

26 Comments

মন্তব্য করুন