নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর বাংলা, ইংরেজি, অংক

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আসা রাখি সকলেই বেশ ভালো আছেন। আজকের আর্টিকেল এ আমরা অষ্টম শ্রেণীর মূল্যয়ন পরীক্ষা অর্থাৎ নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর দেখে নিবো। এগুলোকে সাজেশন ও বলা যেতে পারে। তিনটি সাবজেক্ট এর নমুনা সাজেশন আমি নিচে দিয়ে দিচ্ছি, এভাবেই তোমরা সাজেসনগুলো ফলো করলে পরীক্ষাতে কমন এর নিশ্চয়তা থাকবে।

নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর নমুনাঃ

  • ১. কত তারিখে হটাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়?
  • ক. ৫ তারিখ
  • খ. ১ তারিখ
  • গ. ৩ তারিখ
  • ঘ. ৪ তারিখ
  • উত্তরঃ খ
  • ২. বাত ব্যাধিগ্রস্ত লোকেরা কখন ঘরে প্রবেশ করে?
  • ক. সন্ধার পূর্বে
  • খ. সন্ধার পরে
  • গ. বিকেল বেলা
  • ঘ. গৈধুলী বেলা
  • উত্তরঃ ক
  • ৩. ‘ভাব ও কাজ’ – লেখাটি কোন ধরনের সাহিত্য?
  • ক. ছোট গল্প
  • খ. প্রবন্ধ
  • গ. কাহিনী কাব্য
  • ঘ. উপন্যাস
  • উত্তরঃ খ
  • ৪. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো?
  • ক. মাসির
  • খ. পিসির
  • গ. মামার
  • ঘ. দাদার
  • উত্তরঃ গ
  • ৫. সুখী মানুষ’ নাটিকার মত চরিত্র সংখ্যা কতটি?
  • ক. পাঁচ
  • খ. ছয়
  • গ. সাত
  • ঘ. আট
  • উত্তরঃ ক
  • ৬.’বঙ্গভূমির প্রতি’ গীতি কবিতাটি কার লেখা?
  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. লালন শাহ
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. হুমায়ূন আজাদ
  • উত্তরঃ গ
  • ৭. রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কাব্যগ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে?
  • ক. চোখের বালি
  • খ. রাজর্ষি
  • গ.গোরা
  • ঘ. চিত্রা
  • উত্তরঃ ঘ

৮. কামিনী রায় করো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ক. ১৮৭১
  • খ. ১৯৬৪
  • গ. ১৮৬৪
  • ঘ. ১৮৬৮
  • উত্তরঃ গ
  • ৯. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কে লিখেছেন?
  • ক. কালিদাস রায়
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম
  • উত্তরঃ ক
  • ১০. ‘সুকান্ত ভট্টাচার্য’ করো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • ক. ১৯২৬
  • খ. ১৯২৮
  • গ. ১৯২২
  • ঘ. ১৯৩৪
  • উত্তরঃ ক

নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ইংরেজি নমুনা প্রশ্ন ও উত্তরঃ (Sentence Correction)

  • 1. The Candy ____bad.
  • Answer: taste
  • 2. She___cats.
  • Answer: Love
  • 3. He____Chocolate.
  • Answer: Don’t Like
  • 4. ___it is?
  • Answer: What time
  • 5. Iam so ___ now.
  • Answer: happy
  • 6. I ___My Mother.
  • Answer: Love
  • 7. My Favorite ___is pink.
  • Answer: Color
  • 8. My leg ___
  • Answer: hurt
  • 9. Please give me a ___.
  • Answer: pen
  • 10. ___ is Tall.
  • Answer: The man

নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার গণিত জ্ঞানমূলক নমুনা প্রশ্ন ও উত্তরঃ

  • ১. যেকোনো গণনায় বা পরিমাণে কি প্রয়োজন?
  • উত্তরঃ একক
  • ২. কত সালে বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু করা হয়?
  • উত্তরঃ ১৯৮২
  • ৩. সেট প্রকাশের পদ্ধতি সংখ্যা কয়টি?
  • উত্তরঃ ২ টি
  • ৪. ১০০ বর্গডেসিমিটার সমান কত বর্গমিটার?
  • উত্তরঃ ১ ব.মি
  • ৫. ১ হেক্টর সমান কত একর?
  • উত্তরঃ ২.৪৭ প্রায়
  • ৬. ৩১ থেকে ৪০ এর মাঝে মৌলিক সংখ্যার কতটি রয়েছে?
  • উত্তরঃ ২ টি
  • ৭. এক বর্গহাত সমান কত বর্গইঞ্চি?
  • উত্তরঃ ৩২৪ বর্গইঞ্চি
  • ৮. ডেকা শব্দের অর্থ গ্রীক ভাষায় কেমন?
  • উত্তরঃ ১০০ গুণ
  • ৯. নিচের কোনটি ৬৪-এর বর্গমূল?
  • উত্তরঃ ৮
  • ১০. ১৯৩৬ বিঘা সমান কত বর্গমাইল?
  • উত্তরঃ ১ বর্গমাইল

শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের জন্য নমুনা সাজেশন ছিল এইটুকুই। পরবর্তীতে আরো সাজেশন পেতে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।

Related Posts

22 Comments

মন্তব্য করুন