নারীদের জন্য একটি উপকারি বই,

ইসলাম মানব জীবনের একটি মোকাম্মেল হেদায়াত তথা দিকনির্দেশনা।
মানব জীবনের সর্ব বিষয়ে ইসলামের দিক নির্দেশনা ও নীতিমালা রহিয়াছে।
কেউ সেগুলো জেনে সে অনুযায়ী তার জন্য জীবন ঢেলে সাজাতে পারলেই সে পূর্ণ মুসলমান হতে পারবে।
পূর্ণ মানার জন্য পূর্ণ জানাও জরুরী।
অর্থাৎ জীবনের সর্ববিষয়ে এলেম হাসিল করা জরুরি।

এরূপ জ্ঞান অর্জন করার জন্য জিন্দেগীর যাবতীয় বিষয়ের দিক-নির্দেশনা সম্বলিত একটি কিতাব সামনে থাকলে তা থেকে ভরপুর সহযোগিতা গ্রহণ করা যায়।
নারীদের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে স্বতন্ত্রভাবে কিতাব রচিত হওয়ার প্রয়োজনীয়তা অনিবার্য।
নারী সমাজের জন্য সর্ব বিষয়ে দিকনির্দেশনা সম্বলিত এবং একই সাথে ব্যক্তিগতভাবে অধ্যায়ন এবং করেও তালিমের মজলিসে তালিমের উপযোগী একখানা ব্যাপক কিতাব এর প্রয়োজনীয়তা বোধ থেকেই,
একটি কিতাবটি রচনার প্রয়াস।

একখানি কিতাবি জীবনের সবকিছু নিয়ে আলোচনা করা ও যাবতীয় হুকুম আহকাম বিশদ ব্যাখ্যা সহকারে বয়ান করা সম্ভব নয়,
তা তো সকলেরই বোধগম্য।
তাই এই কিতাব খানায় নেহায়াত নিত্যপ্রয়োজনীয় ও আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়ের মধ্যেই –

আলোচনাকে সীমাবদ্ধ রাখা হয়েছে।
বিশেষ বিশেষ স্থানে আমলের ফাজায়েল ও বয়ান করা হয়েছে।
যাতে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
নারীদের তালিমের মজলিসের উপযোগী করার জন্য বিভিন্ন বিষয়ের হাদিস ও আয়াত উল্লেখ পূর্বক ওয়াজ মূলক কিছু কথা ও বুযুর্গদের কাহিনী সন্নিবেশিত করা হয়েছে।
কিতাব টির শুরুতে বেশ কয়েকজন বুজুর্গ নারীর ইতিহাস বর্ণনা করা হয়েছে।
এসব ইতিহাস দিন ও জীবন গড়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করবে।

কিতাব টির ভাষা ও বর্ণনাভঙ্গি সহজ-সাবলীল রাখা হয়েছে।
যাতে সর্বস্থরের নারী সমাজ সহজে বুঝতে সক্ষম হন।
তালিমের মজলিসের উপযোগী করার জন্য অনেক স্থানে ওয়াজ মূলক বর্ণনাভঙ্গি রাখা হয়েছে।
কিতাব টির রচনা সংকলন এর পর,
মজলিসে দাওয়াতুল হক,
বাংলাদেশ-এর আমীর হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম এর পাণ্ডুলিপি দেখে দিয়েছে।
এবং প্রয়োজনীয় ইসলাহের দিকনির্দেশনা প্রদান করেছেন।
এতদ্বসত্ত্বেও যদি কোন মহা আলেমের দৃষ্টিতে কোন মাসআলায় বা কোন বিষয়ে ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় তাহলে আমাদেরকে তা অবহিত করার অনুরোধ রইল।

পরবর্তীতে সংস্করনের তা সংশোধনী পেশ করা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক এই কিতাব টি আমাদের মুসলমান মা-বোনদের ইসলামি জিন্দেগী গঠন ও নাজাতের উসিলা করুন,
এবং এই অদম লেখক কে দীনের দাঈ হিসেবে কবুল করুন,
আমীন!
যে সমস্ত মা-বোন এ কিতাব টি ঘরে বা মজলিশে তালিম করবেন,
তারা তালিমের ক্ষেত্রে সম্ভব হলে কিতাব খানের সব অধ্যায় থেকে কিছু কিছু পাঠ করে শোনাবেন।
তাহলে সব ধরনের কথা শ্রোতাদের সামনে আসবে,
এবং তাতে করে তালিমের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পাবে।

তালিমের সময় প্রয়োজনীয় স্থানে যথাসাধ্য কিছু ব্যাখ্যাও প্রদান করবেন।
যাতে শ্রোতাদের বোঝার ক্ষেত্রে অস্পষ্টতা কেটে যায় এবং তা তাদের পূর্ণ ফায়দা হয়।
যে কিতাবের কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম সেই কিতাবটি যদি আমরা পেতে চাই বা নিতে চাই তাহলে এই লিঙ্কে গিয়ে ইনবক্স করুন।
https://www.facebook.com/MuftiAnwarHossainmahmudi

কিতাব টি নিতে চাই বলে মেসেস দিন।
আসসালামু আলাইকুম।

Related Posts

21 Comments

  1. নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ২৩০ টাকা বোনাস ৩০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
    https://blog.jit.com.bd/earning-site-3778

মন্তব্য করুন