নেটওয়ার্কের কাজ নেটওয়ার্ক টপোলজি এবং বাস টপোলজি জেনে নিন

নেটওয়ার্কের কাজ

কম্পিউটার নেটওয়ার্কের প্রধান কাজ হচ্ছে রিসোর্স শেয়ারিং এবং ডেটা কমিউনিকেশন করা ।নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ব্যবহারকারীগন একে অপরের সাথে তথ্য প্রদান করে থাকে। এ কাজের সুষ্ট ব্যবস্থাপনার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফাংশন বলা হয় ।

এ ফাংশনের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ন ৩ টি কাজ হচ্ছে

  • রিসোর্স ম্যানেজমেন্ট
  • ইউজার ম্যানেজমেন্ট
  • সিকিউরিটি ম্যানেজমেন্ট

এ ছাড়াও নেটওয়ার্কের আরো কিছু গুরুত্বপূর্ন কাজ সম্পর্কে আলোকপাত করা হলো ঃ

  • তথ্যের সহজ প্রান্তি ও দ্রুততা নিশ্চিত করা সার্ভার কম্পিউটারের কর্মদক্ষতা ও যথাযত ব্যবহার নিশ্চিত করা ।
  • ডেটা ব্যাকআপ রাখা ।
  • ব্যবহারকারী নিরাপদ ও সহজ আক্সেস সুবিধা প্রদান করা ।
  • স্পর্শকতার ডেটা নিরাপত্তা নিশ্চিত করা ।
  • ব্যবহারকারীকে আপডেটেড তথ্য সরবারহ করা ।
  • ব্যবহাকারীর অ্যাকসেস নিয়ন্তন ও পর্যবেক্ষন করা ।
  • সিস্টেমকে অনাকাঙ্গিত ব্যবহারকারী থেকে নিরাপত্তা প্রদান করা ।

নেটওয়ার্ক টপোলজি

কম্পিউটার নেটওয়ার্কের কম্পিউটারসমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে টপোলজি বলা হয় ।

নেটওয়ার্ক কম্পিউটাগুলো কিভাবে সংযুক্ত আছে , ক্যাবল কিভাবে একটি আরকেটির সাথে যুক্ত আছে , এটিই টপোলজির মূল বিষয় ।

নিম্নলিখিত টপোলজি অনুযায়ী নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমুহেরকে সংযুক্ত করা যায় ঃ

  • বাস টপোলজি
  • স্টার টপোলজি
  • রিং টপোলজি
  • ট্রি টপোলজি
  • মেশ টপোলজি

বাস টপোলজি

সাধারন বাস নেটওয়ার্ক সচরাচর একটি মাএ ক্যাবল কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন রিপিটার বা এমপ্লিফায়ার ছাড়া ব্যবহারিত হয় যাতে একটি কম্পিউটারের সিগন্যাল আরেকটি কম্পিউটারে সরাসরি যেতে পারে ।তাই এই টপোলজিকে প্যাসিভ টপোলজি বলা হয় ।

যখন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের উদ্দেশ্যে মেসেজ পাঠায় তখন সেই মেসজে ক্যাবলের মাধ্যমে পরিবাহিত হয়ে সব কটি কম্পিউটারের নিকট পোছে । যে কম্পিউটারের উদ্দেশ্যে সেটা পাঠানো হয় কেবল সেটিই সে মেসেজ গ্রহন করে আর অন্যরা কেবল সেই প্যাকেটকে বাতিল করে দেয় , সেটির দিকে কোন নজর না দিয়েই ।

বাস টপোলজিতে একসাথে কেবল একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে । কোন কম্পিউটার যেখন মেসেজ পাঠাচ্ছে তখন অন্যদের অপেক্ষা করতে হয় তার পাঠানো শেষ না হওয়া পর্যন্ত । তার মেসেজ পাঠানো শেষ হলে অন্য কম্পিউটারে মেসেজ পাঠাতে পারবে । তাই এ নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেডে গেলে নেটওয়ার্ক পারফরম্যান্সের অবনতি ঘটে । অবশ্য এ সমস্যা স্টার ও রিং টপোলজিতেও ঘটে।

বাস টপোলজির সুবিধা

  • ছোটখাটো নেটওয়ার্কের জন্য এটি খুবই সহজ , স্বল্পব্যায়ে এবং সহজে ব্যবহারযোগ্য এবং সহজে বোধগম্যে একটি টপোলজি ।
  • বাস নেটওয়ার্কের সবচেয়ে কম দৈর্ঘ্যের ক্যাবল লাগে । এর ফলে ব্যয় কম হয় ।
  • বাস নেটওয়ার্কের সম্প্রসারন করা যেতে পারে ব্যাকবোন বা বাসের সাথে বিএমপি ব্যারেল কানেক্টর ব্যবহার করে আরেকটি বাসের সাথে সংযুক্ত করে দেয় । এর ফলে অধিক সংখ্যা কম্পিউটার যোগ করতে পারে ।
  • বাস কে বেশি দূর সম্প্রসারন এবং সিগন্যাল পারফরম্যান্স সমন্নত রাখতে রিপিটার ব্যবহার করা যেতে পারে ।
  • বাস নেটওয়ার্কের কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে কাজ করতে কোন অসুবিধা হয় না ।
  • বাস নেটওয়ার্কে কোন নোড যোগ করলে বা সরিয়ে নিলে তাতে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যহত হয় না ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন