পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট উত্তর পার্ট ৩

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই. আশা করি আপনারা যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সমলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি।

এসে গিয়েছে পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট। আজই প্রকাশিত হয়েছে পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্নপত্র সমূহ। শিক্ষার্থীদের যাতে এসাইনমেন্ট এর উত্তর খুঁজে সময় নষ্ট করতে না হয় সেই জন্য নিয়ে এসেছি এসাইনমেন্ট উত্তর সমূহ।এসাইনমেন্ট সিরিজের ধারাবাহিকতায় আমি আজ নিয়ে এসেছি পঞ্চম সপ্তাহের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ২ এসাইনমেন্টটি।আশা করি শিক্ষার্থীদের উপকার হবে।

(ক)উত্তরঃআবদ্ধ পাত্র তরল বা বায়বীয় পদার্থের কোন অংশের উপর বাইরে যে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে তরল না বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সংরক্ষিত হয় এবং তরল ও বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রে সমানভাবে ক্রিয়া করে।
(খ)উত্তরঃআমরা জানি,
তরলের মধ্যে যেকোনো
গভীরতার চাপ P= hpg
এখানে গভীরতা = h
তরলের ঘনত্ব = p
অভিকর্ষজ ত্বরণ =g
গভীরতার চাল p ধ্রুব এবং অভিকর্ষজ ত্বরণ দ্রুবক বিধায়
p~p
অর্থাৎ নির্দিষ্ট গভীরতার চাপ তরলের ঘনত্ব উপর নির্ভর করে আর তরলের ঘনত্ব নির্ভর করে তরলের প্রকৃতির উপর।বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন হয়।তাই বলা হয়, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের উপর নির্ভর করে।
(গ)বস্তুর আয়তন, V=400cm3=(400×10-4)m3
বস্তুর বাতাসে ওজন, W=19.6 v
বস্তুর ভর m এবং অভিকর্ষজ ত্বরণ g =9.8ms-2
W=mg
বা,m=W/g
বা,m=19.6 N/9.8ms-2
সুতরাং m=2kg
ঘনত্ব p=m/v
বা,p=2kg/400×10-4m3
সুতরাং p=5000 kgm-3
(ঘ)আর্কিমিডিসের সূএ অনুসারে
বস্তুর হারানো ওজন=অপসারিত পানির ওজন
উদ্দীপকের তথ্য থেকে পাই,বস্তুর হারানো ওজন W=19.6N
বস্তুর পানিতে ওজন w1=15.68 N
” হারানো ” w2=19.6N=15.68=3.92N
অপসারিত পানির ওজন=পানির আয়তন× পানির ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ
=vpg
=400×10-6×1000×9.8
=3.92N

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ  সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts