পঞ্চম সপ্তাহের সপ্তম শ্রেণির গনিত এসাইনমেন্ট উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে আছেন ভালো আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।

চলে এসেছে পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট সমূহ।তাই আমি নিয়ে এসেছি এসাইনমেন্ট সিরিজ।যেখানে সকল ক্লাসের পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট পাওয়া যাবে উত্তর সহ।এসাইনমেন্ট সিরিজের ধারাবাহিকতায় আমি সপ্তম শ্রেনির শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি পঞ্চম সপ্তাহের গণিত এসাইনমেন্ট নিয়ে।আশা করি শিক্ষার্থীদের উপকার হবে।

# ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট পার্ট ২
(ক)উত্তরঃসজল ৩(১/২)ঘন্টা বা ৭/২ ঘন্টায় যায় ৫২(১/২)বা ১০৫/২ কি.মি.

সুতরাং ১ ঘন্টায় যায়( ১০৫/২÷ ৭/২) কি.মি.
=১৫ কিলোমিটার

(খ)উত্তরঃক হতে পাই সজলের গতিবেগ =১৫ কি.মি.
আবার আমিন ৪ ঘন্টায় যায় ৫০ কি.মি.
সুতরাং আমিন ১ ঘন্টায় যায় ৫০/৪ কি.মি.=২৫/২ কি.মি.
অর্থাৎ আমীনের গতিবেগঃসজলের গতিবেগ
=২৫/৩ঃ১৫
=২৫ঃ৩০
=৫ঃ৬

(গ)উত্তরঃলভ্যাংশের পরিমাণ =
২২০০০০ এর ১০%
বা,২২০০০০ এর ১০/১০০
=২২০০০টাকা
আমীন ও সজলের অনুপাত ৫ঃ৬
অনুপাত রাশিগুলোর যোগফল=৫+৬=১১
আমীনের লভ্যাংশের পরিমান
=২২০০০ এর ৫/১১ টাকা
=১০০০০ টাকা
সজলের লভ্যাংশ এর পরিমাণ
=২২০০০ এর ৬/১১ টাকা
=১২০০০ টাকা

#সৃজনশীল উত্তরঃ২
(ক)প্রথম।ভগ্নাংশও এর হর
=a2+a-2
=a2+2a-a-2
=a(a+2)-1(a+2)

(খ) ক হতে পাই ১ম ভগ্নাংশের হর =(a+2)(a-1)
সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ এর হর
=a2+3a+2
=a2+2a+a+2
=a(a+2)+1(a+2)
=(a+2)(a+1)
তৃতীয় ভগ্নাংশের হর
=a2-1
=a2-12
=(a+1)(a-1)
সুতরাং ভগ্নাংশ তিনটি হরের ল.সা.গু
=(a+2)(a-1)(a+1)
=(a2-1)(a+2)

(গ)উত্তরঃ
ক এবং খ হতে পাই
১ম ভগ্নাংশের হর=(a+2)(a-1)
২য় ভগ্নাশের হর=a+2)(a+1)
৩য় ভগ্নাংশের হর=(a-1)(a-1)

সুতরাং ভগ্নাংশ তিনটির হরের ল.সা.গু
=(a+2)(a-1)(a+1)
১ম ভগ্নাংশ +২য় ভগ্নাংশ+৩য় ভগ্নাংশ
=(2/a^2+3a+2)+(a/(a+1)(a-1)+a/a^2+a+2
=3a-2/(a+2)(a-1)(a-1)

১নং প্রশ্নর উত্তরঃ
২ মাইল ও ৩ কিলোমিটার এর মধ্যে পার্থক্য
=২ মাইল- ৩ কিলোমিটার
=(২×১৬১০-৩×১০০০)মিটার
=২২০ মিটার

#২ং প্রশ্নের উওর
ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
ক=১২/৪ মিটার
সুতরাং ক= ৩ মিটার

সুতরাং ঘনকের আয়তন
=ক^৩
=৩^৩ ঘন মিটার
=২৭ ঘনমিটার

#৩ নং প্রশ্নের উত্তর
এক গ্লাসে পানি ধরে ২৫০ মিলিলিটার।
২৫ টি গ্লাসে পানি ধরে
=২৫০×২৫ মিলিলিটার
=৬.২৫ লিটার

ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

 

 

 

 

 

Related Posts