পড়া মনে রাখার ৫ টি টিপস

আসসালামু আলাইকুম সবাইকে ।

 

কেমন আছেন গ্ৰাথোরবাসি ??

আশা করি ভালো।

 

আজকে আমি আপনাদেরকে পড়া মনে রাখার পাঁচটি টিপস সম্পর্কে বলবো।

 

পড়াশোনা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

 

পড়াশোনা ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়।

 

তাই সকলকেই পড়াশোনা করতে হয়।

 

পড়াশোনা করার জন্য পড়া মনে রাখতে হয়।

যা অনেকের ক্ষেত্রে কঠিন একটি বিষয়।

 

 

তাই আমি আপনাদেরকে বলবো কিভাবে সহজেই পাঁচটি উপায় অবলম্বন করে পড়া মনে রাখবেন।

 

১. যে কোন অধ্যায় পড়ার আগে সব পৃষ্ঠা একবার দেখে নেওয়া:

 

আপনি যেই চ্যাপ্টার বা যে অধ্যায়টা পড়ছেন সেটা একবার চোখ বুলিয়ে নিবেন।

এতে আপনার অধ্যায়টি সম্পর্কে একটি বেসিক ধারণা জন্মাবে। এতে আপনি বুঝতে পারবেন অধ্যায়টিতে কি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

 

২. অনুশীলনী পড়া:

 

অধ্যায়টিতে চোখ বুলানো শেষ হলে আপনারা একবারে অনুশীলনীতে চলে যাবেন। অনুশীলনীর প্রশ্ন গুলো পড়বেন। এতে আপনার অধ্যায়টি সম্পর্কে একটি ভাল ধারণা তৈরি হবে।অনুশীলনীতে কি কি প্রশ্ন করা হয়েছে তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে অধ্যায়টিতে আমরা কি কি শিখতে পারবো।

 

৩.Bold line গুলো পড়া:

 

অধ্যায়টিতে যতগুলো বোল্ড লাইন বা শিরোনাম আকারে দেওয়া লেখাগুলো আছে সেগুলো একবার পড়ে নিন। এতে আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক গুলো এখানে আলোচনা করা হয়েছে । এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

 

৪. প্রথম ও শেষ লাইন পড়া:

 

চ্যাপ্টার এর প্রত্যেকটা প্যারা এর প্রথম ও শেষ লাইন পড়ুন। এতে আপনার অধ্যায়টি সম্পর্কে আরও ভালো ও স্পষ্ট ধারণা জন্মাবে।কি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তার প্রথম ও শেষ লাইন পড়েই বুঝে যাওয়া সম্ভব।

 

৫. উপন্যাস আকারে পড়া:

 

এবার আপনি পুরো অধ্যায়টাকে উপন্যাসের মতো পড়বেন। কোন লাইন বাদ দেওয়া যাবে না। এতে আপনার পুরো অধ্যায়টি সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে। এখান থেকে আপনি সহজেই অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। অনুশীলনীর প্রশ্ন উত্তর গুলো এখানে খোঁজার চেষ্টা করবেন। দেখবেন এখানেই আপনি উত্তর গুলো পেয়ে গেছেন।

 

এই চমৎকার উপায় অবলম্বন করে আপনি সহজেই যেকোনো অধ্যায় পড়ে শেষ করতে পারবেন। আর পরবর্তীতে ভুলেও যাবেন না।

 

তো আজকেই এই উপায় অবলম্বন করে পড়া শুরু করে দিন।

 

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।

কোন ভুল হলে ক্ষমা করবেন।

 

পরবর্তী পোস্টে আরো নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।

 

সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ।।

 

 

 

 

Related Posts