পরিবেশ দূষণ

পরিবেশ বলতে, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই।

আর এই পরিবেশ বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে চলেছে। পরিবেশের দুটি বড় বড় উপাদান রয়েছে। যেমন: পানি এবং বায়ু। কিন্তু এই উপাদান দুটি নানা ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।আর এই ধ্বংস আমারা নিজেরাই করে চলেছি।

আমরা জমিতে  কীটনাশক ব্যবহার করি , আর বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে এই কীটনাশক সার মিশে যাচ্ছে এবং এই পানি নদী, পুকুরে গিয়ে মিশে যাচ্ছে। ফলে পানি দূষণ হচ্ছে।

অন্যদিকে, আমারা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে সেখানে ফেলি।যার ফলে গন্ধ সৃষ্টি হয়ে বাতাসের সাথে মিশে বায়ু দূষণ করে চলেছে।

আমরা যদি এই দূষণ রোধ না করি তাহলে এক সময় দেখা যাবে আমাদের এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

তাই আমাদের সকলের উচিত, সকলে একত্রিত হয়ে পরিবেশকে দূষণ মুক্ত করে বসবাসের উপযোগী করে তোলা। এবং এর পাশাপাশি আমাদের এই দেশকে ভালোবাসা। কারণ, একমাত্র দেশপ্রেমের মাধ্যমেই আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।অন্যথায় অসম্ভব। কেননা শুধু একজন দেশপ্রেমিকই পারে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে।

Related Posts

9 Comments

মন্তব্য করুন