পল্লী সাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের দুটি উপাদান সম্পর্কে ১০টি বাক্য লিখ।

উত্তরঃ পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম নিম্নরুপঃ

১.খনার বচন

২.ছড়া

৩.মৈয়মনসিংহ গীতিকা

৪.পল্লীগান

৫.রুপকথা

ছড়াঃ ছড়া মানে ছন্দের মিলন। প্রাচীন যুগে “ছড়া” সাহিত্যের মর্যাদা না পেলেও বর্তমানে সে তার প্রাপ্য সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। যদি এখনও অনেকে ছড়া সাহিত্যককে শিশু সাহিত্যের একটি শাখা মনে করেন কিন্তু সাহিত্যের মূল ধারায় ছড়াকে স্বীকৃতি দিতে চান না। ছড়ায় রয়েছে প্রায় দেড় হাজার বছরের সুদীর্ঘ ইতিহাস। খনার বচনঃখনার বচন মূলত কৃষিতত্তভিত্তিক ছড়া।

আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্ধিতে রচিত অনেকের মতে খনা নাম্নী জ্যোতিবিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো। তবে এই নিয়ে মতভেদ আছে। অজস্র খনার বচন যুগ যুগান্তরে ধরে গ্রাম বাংলার জনজীবনে  সাথে মিশে আছে। জনশ্রুতি আছে যে খনার নিবাস ছিল অধুনা পশ্চিম বঙ্গ উত্তর চব্বিশ পরগোনা জেলায় বারাসাত সদর মহকুমায় দৈঊলিয়া গ্রামে।

এমনকি তিনি রাজা বিক্রম আদিত্যের রাজসভায় একজন নভরত্ন নামেও খেতাব পেয়েছিলেন। কৃষিকাজের প্রথা ও কুসংস্কারঃকৃষিকাজ ফলিত ও জ্যোতিবিজ্ঞানআবাহাওয়া জ্ঞানশস্যের যত্ন সম্পর্কে উপদেশ”ষোল চাষের মূল্যতার অর্ধেক তুল্যতার অর্ধেক ধানবিনা চাষে পান

(১৬ দিন চাষ করার পর কোন জমিতে মূলা চাষ করে ভালো জাতের ফলন পাওয়া যায়।তুলা লাগানোর জমিতে ৮ দিন চাষ করতে হবে।ধানের জমিতে ৪ দিন চাষ করে ধান লাগালে ভালো ফসল পাওয়া যায়।পানের জমিতে চাষের প্রয়োজন হয় না।

Related Posts

11 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

মন্তব্য করুন