প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপস মেমোরি কার্ডে নিয়ে নিন

আচ্ছালামুয়ালাইকুম ভিওয়ারস। আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন.
বর্তমান সময়ে প্লে স্টোর একটি খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম প্লে স্টোরে এমন কোন অ্যাপস নেই যা পাওয়া যায় না. আপনি প্লে স্টোরে গিয়ে বাংলাদেশের পৃথিবীর যে কোন অ্যাপস লিখে সার্চ দিবেন সেটা আপনি পেয়ে যাবেন. প্লে স্টোর থেকে আমরা অনেক প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে থাকি যা আমাদের মোবাইলের বা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লেগে থাকে. কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে একটা সমস্যা হয় যেটা হলো অ্যাপসটা আমাদের মোবাইলে মেমোরি কার্ডে যায় না শুধুমাত্র ইন্সটল হয়ে থাকে. পরবর্তীতে যদি অ্যাপসটা ডিলিট হয়ে যায় তাহলে সেটা আর পাওয়া যায় না এবং প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করতে হয়. এই সমস্যাটার জন্য অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন বারবার প্লে স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব হয় না অনেক সময় এমবি থাকে না.
আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলব যার মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপস সরাসরি আপনার ফোন মেমোরি তে বা এসডি কার্ডে নিয়ে যেতে পারবেন. এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন আপনি চাইলে অ্যাপটির প্রো ভার্শন গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন. অ্যাপটির স্ক্রিনশট আমি নিচে দিয়ে দিব সেটা দেখে প্লে স্টোর থেকে বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন. তারপর অ্যাপস টি অপেন করবেন তারপর অ্যাপস এর পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিবেন. তারপর আপনার সামনে আপনার মোবাইলের সমস্ত ইন্সটল করা অ্যাপস গুলো দেখাবে. এখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যে অ্যাপসটা মেমোরি কার্ডে নিতে চান সে অ্যাপসটা সিলেক্ট করবেন, তারপর নিচে দেখতে পাবেন ব্যাকআপ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন একটু লোডিং হয়ে অ্যাপটা আপনার মোবাইলের এসডি কার্ডে চলে যাবে. এখন আপনি এসডি কার্ড থেকে খুব সহজেই আবার ডিলিট হয়ে গেলে ইন্সটল করে নিতে পারবেন এভাবে আপনি যে কোন অ্যাপস আপনার মেমোরি কার্ডে নিতে পারবেন.

Related Posts