পড়া মানে রাখার সহজ উপায় পাট-১

আমরা অনেকেই আছি যারা পড়াশোনা করতে পছন্দ করি না। কিন্তু আমরা সবাই জানি যে বর্তমান যুগে পড়াশোনা করলে কেউ কোনো কিছু করতে পারবে না। বর্তমান যুগে কোথায় চাকরি পেতে গেলে সামান্য একটা চাকরি পেতে গেলেও তারা পড়াশোনা দেখবে সার্টিফিকেট দেখবে। তাই যারা পড়াশোনা করতে চাই না তাদেরকে বলতেছি দিন 24 ঘন্টায় বই পড়তে হয় না। সকাল বেলা দুই ঘন্টা এবং রাতের বেলা দুই ঘন্টা বই পড়লে এনাফ আর বই পড়তে হয় না। তারমানে 24 ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা যদি আমরা বই পড়ি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। তবে আমরা এই চার ঘন্টা যে প্রশ্নগুলো করেছি সেগুলো মনে মনে ভাবতে হবে এবং  যেগুলো পারব না সেগুলো আরেকবার বই খুলে দেখতে হবে।এভাবে বই পড়লে দেখবে তোমারা দৈনিক মাত্র চার ঘন্টা বই পড়ে দেখব পরীক্ষায় এ প্লাস পেয়ে গেছো। আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষায় এ প্লাস পাওয়াটা বড় কথা না তুমি বই পড়ে কতটা জ্ঞান আহরণ করতে পারো সেটা হল বড় কথা জ্ঞান আহরণ না করে শুধু এক গ্লাস দিলেই হবে না।যেটুকু সময় বই পড়বে মনোযোগ দিয়ে পড়বে আর যেটুকু সময় পড়বে না তখন পড়াশোনা যেগুলো করছ সেগুলো ভাববে।

Related Posts