ফেসবুকে বুট পেজে কুইজ খেলে আপনার সাধারণ জ্ঞান বাড়িয়ে নিন ,চাকরির পরিক্ষায় কাজে লাগবে 100%

 

আসসালামু আলাইকুম

সবাইকে আজকের পোস্টে স্বাগতম ।আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের চরম একটি পেজ শেয়ার করব  ।চাকরির পরিক্ষায় Mcq এ ভালো করা খুব দরকার ।কারণ Mcq এ ভালো করতে না পারলে আপনি ভাইয়া দিতে পারবেন না ।আর কম মার্ক পেয়ে ভাইবা এ যোগাযোগ করেও চাকরির চান্ছ কম থাকে ।
তাই Mcq এ ভালো করা খুব প্রয়োজন ।আর ভালো করার জন্য প্রেকটিস এর প্রয়োজন রয়েছে ।যে যত প্রেকটিস করবে সে তত এগিয়ে থাকবে ।তাই আমি আপনাদের সাথে একটি বুট পেজ শেয়ার করব যেখানে আপনারা কুইজ এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে কুইজ প্রেকটিস করতে পারবেন ।

যে যে বিষয়ের কুইজ পাবেন

  • ইতিহাস
  • বিজ্ঞান
  • ইংরেজি
  • সাহিত্য
  • সাধারণ জ্ঞান
  • ধাধা
  • গণিত

মানসিক দক্ষতা ।

পেজটির বৈশিষ্ট

  • পেজটিতে প্রতিদিন ১০ টি করে কুইজ হয় ।
  • কুইজের আগের দিন টপিক গুলো বলে দেওয়া হয় যে কি কি টপিক এ কুইজ হবে ।যাতে আপনারা পড়ে নিতে পারেন ।
  • প্রতিদিন আগের কুইজের ফলাফল এবং সঠিক উত্তর পোস্ট করে দেওয়া হয় ।
  • ১০ টি কুইজ উত্তর দেওয়ার নিদিষ্ট সময় আছে যাতে কৈউ গুগলে সার্চ করে উত্তর না দিতে পারে ।

আশা করি পেজটি আপনাদের কাজে লাগবে ।যারা যারা নিজের এসবে দক্ষতা বাড়াতে চান তারা নিচের লিংক এ গিয়ে পেজ এ লাইক দিয়ে Play Quiz লিখে মেসেজ দেন ।

গতকাল এর কুইজ এর প্রশ্ন  উত্তর

➡️

1। ৬ দফা দাবি কোথায় তুলে ধরা হয়েছিল ?

উওর : পাকিস্তানের লাহোরে

2। ৬ দফাকে আইয়ুব সরকার কি হিসেবে আখ্যায়িত করেছিল ?

উওর : বিচ্ছিন্নতাবাদি কর্মসূচি

3। একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম ।তাতে সোনার পরিমাণ : তামার পরিমাণ ৩ : ১।তাতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে?

উওর : ৪ গ্রাম

4। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে।

উওর : ৩১

5। একটি বস্তুকে ৬০ মিটার থেকে ছেড়ে দেওয়া হল ।কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির ৫ গুণ ?

উওর : ৫০ মিটার

6। Right Form Of Verb
I (read) the book for three hours.

উওর : Have been reading

7। বাংলায় ফলা কয়টি ?

উওর : ৬ টি

8। ধাধা
আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ,ছেলেও তাকে মামা বলে ,মাও বলে তাই ।কাকে সবাই মামা বলে ?

উওর : চাঁদ

9। কাজী নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?

উওর : ব্যাথার দান

10। I ought to do the work এর অর্থ কী

উওর : আমার কাজ করা উচিত

 

Page Link : <a href=”https=facebook.com/bdopenschool”>open school </a>
সবাইকে ধন্যবাদ

Related Posts

19 Comments

মন্তব্য করুন