বাংলাদেশের জেলাসমুহের বিভিন্ন তথ্যঃ জেনে নিন আপনার জেলার বিস্তারিত।

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা বাংলাদেশের নাগরিক, তারা সবাই তো কোনো না কোনো জেলা থেকেই এসেছি। আপনি ্কতটুকু জানেন আপনার জেলার সম্পর্কে? আজ আমি আপনাদের সে বিষয়েই বলার চেষ্টা করব।

বাংলাদেশে ৮ টি বিভাগে মোট ৬৪ টি জেলা রয়েছে। একেকটি জেলা এক একটা ইতিহাস ওইতিহ্য বহন করে। জেলাগুলোর ভৌগলিক অবস্থান ও গুরুত্ব অনুযায়ী শিক্ষিতের হার কম বেশী হয়ে থাকে। চলুন জেনে আসি কোন জেলার উপজেলা কয়টি, শিক্ষার হার ক্‌ উল্লেখযোগ্য নদী এবং ঐতিহাসিক দর্শনীয় স্থানসমুহ কী কী। তথ্যগুলো সর্বশেষ আদমশুমারী অনুযায়ী দেয়া হয়েছে।

  • ঢাকা বিভাগ-
  1. ঢাকা: উপজেলা ৫টি। শিক্ষিতের হার ৭০.৫%। উল্লেখযোগ্য নদী- বুড়িগঙ্গা। উল্লেখযোগ্য/ ঐতিহাসিক স্থান- স্মৃতিসৌধ,সংসদ ভবন, জাতীয় জাদুঘর, লালবাগের কেল্লা।
  2. গাজীপুর: উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৬২.৬%। উল্লেখযোগ্য নদী- তুরাগ। ঐতিহাসিক স্থান- বঙ্গবন্ধু সাফারী পার্ক, নুহাস পল্লী, ধান ও কৃষি গবেষনা কেন্দ্র, ভাওয়াল রাজবাড়ি।
  3. নরসিংদী: উপজেলা ৬ টি। শিক্ষিতের হার ৪৯.৬%। উল্লেখযোগ্য নদী-মেঘনা, আড়িয়াল খাঁ। উল্লেখযোগ্য স্থানঃ পারুলিয়া মসজিদ, ঘোড়াশাল সার কারখানা, ওয়ারী বটেশ্বর।
  4. নারায়নগঞ্জ: উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৫৭.১%। নদী- শীতলক্ষ্যা। উল্লেখযোগ্য স্থানঃ সোনারগাঁ, লোকশিল্প যাদুঘর।
  5. রাজবাড়ীঃ উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৫২.৩%। নদী- পদ্মা, কুমার। উল্লেখযোগ্য স্থানঃ সওদাগর দিঘী, জমিদার বাড়ি।
  6. ফরিদপুরঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৪৯.০%। নদী- আড়িয়াল খাঁ। উল্লেখযোগ্য স্থানঃ মথরাপুরের মন্দির, আটরশি পীর সাহেবের দরবার।
  7. গোপালগঞ্জঃ উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৫৮.১%। নদী- মধুমতি। উল্লেখযোগ্য স্থানঃ বঙ্গবন্ধুর সমাধি।
  8. মাদারীপুরঃ উপজেলা ৪টি। শিক্ষিতের হার ৪৮.০%। নদী- পদ্মা, আড়িয়াল খাঁ। উল্লেখযোগ্য স্থান- আউলিয়াপুরের নীলকুঠি, সেনাপতি দিঘী।
  9. শরীয়তপুরঃ উপজেলা ৬ টি। শিক্ষিতের হার ৪৭.৩%। নদী- পদ্মা, মেঘনা। উল্লেখযোগ্য স্থান-ফতেহজংপুর কেল্লা, বিলাসখানা মসজিদ।
  10. টাঙ্গাইলঃ উপজেলা ১২ টি। শিক্ষিতের হার ৪৬.৮%। নদী-যমুনা, ধলেশ্বরী। উল্লেখযোগ্য স্থান- মধুপুরের গড়, মহেরা জমিদার বাড়ি।
  11. কিশোরগঞ্জঃউপজেলা ১৩ টি। শিক্ষিতের হার ৪০.৯%। নদী- ধলেশ্বর, নরসুন্দা। স্থান- শোলাকিয়া ঈদগাহ, পাগলা মসজিদ।
  12. মানিকগঞ্জঃ উপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৪৯.২%। নদী- পদ্মা, যমুনা। স্থানসমুহ- সাটুরিয়া জমিদার বাড়ী।
  13. মুন্সিগঞ্জঃ উপজেলা ৬ টি। শিক্ষিতের হার ৫৬.১%। নদী- পদ্মা, মেঘনা। স্থানসমুহ- ইদ্রাকপুর দূর্গ, বলাল সেনের রাজবাড়ি।
  • রংপুর বিভাগ-
  1. পঞ্চগড়ঃ উপজেলা ৫টি। শিক্ষিতের হার ৫১.৮%। নদী-করতোয়া। স্থানসমুহ- বারো আউলিয়ার মাজার, রকস মিউজিয়াম।
  2. ঠাকুরগাঁওঃউপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৪৮.৭%। নদী- ট্যাঙ্গন। স্থানসমুহ- রাজা টংকনাথের বাসভবন, রানী সাগর।
  3. দিনাজপুরঃউপজেলা ১৩ টি। শিক্ষিতের হার ৫২.৪%। নদী- পুনর্ভবা। দর্শনীয় স্থানঃ কান্তজীর মন্দির, রামসাগর, স্বপ্নপুরী।
  4. নীলফামারীঃ উপজেলা ৬ টি। শিক্ষিতের হার ৪৪.৪%। নদী- তিস্তা। স্থানসমুহ- নীলসাগর, নীলকুঠি, তিস্তা ব্যারেজ।
  5. লালমনিরহাটঃ উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৪৬.১%। নদী- তিস্তা। স্থানসমুহ- তিন বিঘা করিডোর, দহগ্রাম ছিটমহল।
  6. রংপুরঃ উপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৪৮.৬%। নদী-তিস্তা, ঘাঘট। স্থানসমুহ- তাজহাট জমিদার বাড়ি, কারমাইকেল কলেজ।
  7. কুড়িগ্রামঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৪২.৫%। নদী- ব্রহ্মপুত্র, ধরলা। স্থানসমুহ- মোঘল আমলের মসজিদ।
  8. গাইবান্ধাঃ উপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৪২.৮%। নদী-ঘাঘট। স্থান-বৃশা মন্দির, নলডাঙ্গা জমিদার বাড়ি।
  • রাজশাহী বিভাগ-
  1. জয়পুরহাটঃউপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৫৭.৫%। নদী-যমুনা, তুলসী। স্থান- নিমাই পীর সাহেবের দরগাহ।
  2. বগুড়াঃউপজেলা ১২ টি। শিক্ষিতের হার ৪৯.৪%। নদী-করতোয়া। স্থান-মহাস্থানগড়,শীলা দেবীর ঘাট।
  3. চাঁপাইনবাবগঞ্জঃ উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৪২.৯%। নদী- পদ্মা, মহানন্দা। স্থান- ছোট সোনা মসজিদ, তাহখানা কমপ্লেক্স।
  4. নওগাঁঃ উপজেলা ১১ টি। শিক্ষিতের হার ৪৮.২%। নদী- আত্রাই। স্থান- পাহাড়পুর বৌদ্ধমন্দির, কুসুম্বা মসজিদ।
  5. রাজশাহীঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৫৩.০%। নদী- পদ্মা। স্থান-পুঠিয়া রাজবাড়ি।
  6. নাটোরঃ উপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৪৯.৬%। নদী- আত্রাই। স্থান- উত্তরা গণভবন, চলনবিল।
  7. সিরাজগঞ্জঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৪২.১%। নদী- যমুনা। স্থান- বঙ্গবন্ধু যমুনা সেতু, জয়সাগর দিঘি, ইকোপার্ক।
  8. পাবনাঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৪৬.৭%। নদী- পদ্মা, ইছামতি। স্থান-মানসিক হাসপাতাল, হার্ডিঞ্জ ব্রিজ।
  • খুলনা বিভাগ-
  1. মেহেরপুরঃ উপজেলা ৩ টি। শিক্ষিতের হার ৪৬.৩%। নদী- ভৈরব। স্থান- মুজিবনগর স্মৃতিসৌধ।
  2. কুষ্টিয়াঃ উপজেলা ৬ টি। শিক্ষিতের হার  ৪৬.৩%। নদী- পদ্মা, গড়াই। স্থান- রবীঠাকুরের কুঠিবাড়ি।
  3. চুয়াডাঙ্গাঃ উপজেলা ৪ টি। শিখিতের হার ৪৫.৯%। নদী- মাথাভাঙ্গা, নবগঙ্গা। স্থান- শ্যামনগর জমিদার বাড়ি, দর্শনা চিনিকল।
  4. ঝিনাইদহঃউপজেলা ৬ টি। শিক্ষিতের হার ৪৮.৪%। নদী- নবগঙ্গা, কুমার। স্থান- গাজী কালু চম্পাবতীর মাজার, সুইতলা মলিকপুরের বটগাছ।
  5. যশোরঃউপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৫৬.৫ %। নদী- কপোতাক্ষ, ভৈরব। স্থান- সাগড়দাড়ি, বেনাপোল বন্দর।
  6. মাগুরাঃ উপজেলা ৪ টি। শিক্ষিতের হার ৫০.৬%। নদী-নবগঙ্গা, গড়াই। স্থান- রাজবাড়ির ধ্বংসাবশেষ, মোঘল আমলের মসজিদ।
  7. নড়াইলঃ উপজেলা ৩ টি। শিক্ষিতের হার ৬১.৩%। নদী- মধুমতি, চিত্রা। স্থান- কালিবাড়ি, রাধা গোবিন্দ মন্দির।
  8. বাগেরহাটঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৫৯.০%। নদী- দড়াটানা, মধুমতি। স্থান- ষাট গম্বুজ মসজিদ, মংলা বন্দর, সুন্দরবন।
  9. খুলনাঃ উপজেলা ৯ টি।শিক্ষিতের হার ৬০.১%। নদী- রূপসা, ভৈরব। স্থান- সুন্দরবন, হিরন পয়েন্ট।
  10. সাতক্ষীরাঃ উপজেলা ৭ টী। শিক্ষিতের হার- ৫২.১%। নদী- বেতনা, কপোতাক্ষ। স্থান- সুন্দরবন, দক্ষিণ তালপট্টি।
  • বরিশাল বিভাগ-
  1. বরগুনাঃ উপজেলা ৬টি। শিক্ষিতের হার ৫৭.৬%। নদী- বিশখালী। স্থান- বিবিচিনি মসজিদ, বৌদ্ধ মন্দির।
  2. পটুয়াখালীঃ উপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৫৪.১%। নদী- আগুনমুখা, পায়রা। স্থান- কুয়াকাটা সমুদ্র সৈকত।
  3. ভোলাঃ উপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৪৩.২%। নদী- মেঘনা, তেতুলিয়া। স্থান- মনপুরা দ্বীপ।
  4. বরিশালঃ উপজেলা ১০ টি। শিক্ষিতের হার ৬১.২%। নদী- কীর্তনখোলা। স্থান- শেরেবাংলা যাদুঘর, বায়তুল আমান জামে মসজিদ।
  5. ঝালকাঠিঃ উপজেলা ৪ টি। শিক্ষিতের হার ৬৬.৭%। নদী- বিশখালী। স্থান- সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ি।
  6. পিরোজপুরঃ উপজেলা ৭ টি। শিক্ষিতে হার ৫২.৭%। নদী- বলেশ্বর। স্থান-ছারছিনা পীরের দরবার।
  • সিলেট বিভাগ-
  1. সুনামগঞ্জঃ উপজেলা ১১ টি। শিক্ষিতের হার ৩৫.০%। নদী- সুরমা। স্থান- বাগবাড়ি টিলা, ছাতক সিমেন্ট কারখানা।
  2. সিলেটঃ উপজেলা ১২ টি। শিক্ষিতের হার ৫১.২%। নদী- সুরমা। স্থান-হযরত শাহ জালাল(র) ও শাহ পরান (র) এর মাজার, জাফলং চা বাগান।
  3. মৌলভীবাজারঃউপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৫১.১%। নদী- মনু। স্থান- মাধবকুন্ডু জল্প্রপাত, শ্রীমঙ্গল চা বাগান।
  4. হবিগঞ্জঃউপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৪০.৫%। নদী- খোয়াই। স্থান- উঁচাইলের মসজিদ, চা বাগান।
  • চট্টগ্রাম বিভাগ-
  1. ব্রাহ্মণবাড়ীয়াঃউপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৪৫.৩%। নদী- তিতাস। স্থান- তিতাস গ্যাস ক্ষেত্র।
  2. কুমিল্লাঃ উপজেলা ১৬ টি। শিক্ষিতের হার ৫৩.৩%। নদী- গোমতী। স্থান- শালবন বিহার, ময়নামতি, বার্ড।
  3. চাঁদপুরঃ উপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৫৬.৮%। নদী- মেঘনা। স্থান- সাহেবগঞ্জের নীলকুঠি, নৌ বন্দর।
  4. ফেনীঃ উপজেলা ৬ টি। শিক্ষিতের হার ৫৯.৬%। নদী- ফেনী, মুহুরী। স্থান- বিজয় সিংহ এর দিঘী, মহুরী প্রোজেক্ট।
  5. নোয়াখালীঃ উপজেলা ৯ টি। শিক্ষিতের হার ৫১.৩%। নদী- ডাকাতিয়া, মেঘনা। স্থান- নিঝুম দ্বীপ, বজরা শাহী মসজিদ।
  6. লক্ষ্মীপুরঃ উপজেলা ৫ টি। শিক্ষিতের হার- ৪৯.৪%। নদী- মেঘনা। স্থান- সাহাপুর নীলকুঠি, শ্রীরামপুর রাজবাড়ি।
  7. চট্টগ্রামঃ উপজেলা ১৪ টি। শিক্ষিতের হার ৫৮.৯%। নদী- কর্ণফুলী। স্থান- ফয়েস লেক, পতেঙ্গা সমুদ্র বন্দর।
  8. কক্সবাজারঃ উপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৩৯.৩%। নদী- মাতামুহুরী, নাফ। স্থান- সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ।
  9. খাগড়াছড়িঃ উপজেলা ৮ টি। শিক্ষিতের হার ৪৬.১%। নদী- চিংগ্রী। স্থান- আলুটিলা, মগ রাজার বাসস্থান।
  10. রাঙ্গামাটিঃ উপজেলা ১০ টি। শিক্ষিতের হার ৪৯.৭%। নদী- কর্ণফুলী। স্থান- কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পাহাড়ি এলাকা।
  11. বান্দরবানঃ উপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৩৫.৯%। নদী- শংখ, মাতামুহুরী। স্থান- বোমাং রাজার বাড়ি, পাহাড়ি এলাকা।
  • ময়মনসিংহ বিভাগ-
  1. জামালপুরঃ উপজেলা ৭ টি। শিক্ষিতের হার ৩৮.৪%। নদী- যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র। স্থান- যমুনা সার কারখানা, দয়াময়ী মন্দির।
  2. শেরপুরঃ উপজেলা ৫ টি। শিক্ষিতের হার ৩৭.৯%। নদী- পুরাতন ব্রহ্মপুত্র। স্থান- গজনী অবকাশ কেন্দ্র।
  3. ময়মনসিংহঃ উপজেলা ১৩ টি। শিক্ষিতের হার ৪৩.৫%। নদী- পুরাতন ব্রহ্মপুত্র। স্থান- গারো পাহার, কৃষি বিশ্ববিদ্যালয়।
  4. নেত্রকোণাঃ উপজেলা ১০ টি। শিক্ষিতের হার ৩৯.৪%। নদী- মগরা, কংশ। স্থান- গারো পাহার অঞ্চল, দূর্গাপুরের জমিদার বাড়ি।

আজ এ পর্যন্তই বন্ধুরা। উপরিউক্ত তথ্যসমুহ বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে নেয়া, তথ্যগত ভুল থাকলে কমেন্টে উল্লেখ করবেন। আশা করি আপনাদের বিভিন্ন পরীক্ষা এবং চাকরীর ইন্টারভিউতে কাজে লাগবে। সবাই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

Related Posts

7 Comments

মন্তব্য করুন